ওয়েব ডেস্ক : মাসখানেক আগে গুগল প্লে স্টোরে জায়গা করে নিয়েছিল নতুন একটি অ্যাপ ‘মিত্রোঁ’। অ্যাপটি দেখে প্রথমে মনে করা হয়েছিল এটি চিনা অ্যাপ ‘টিকটক’ এর সংস্করণে বানানো সমগোত্রীয় আর একটি অ্যাপ। কিন্তু পরে জানা যায় পাকিস্তানের একটি জনপ্রিয় অ্যাপ এর আদলে তৈরি ‘মিত্রোঁ’। কিন্তু বেশ কিছু গোপনীয়তা নীতি লঙ্ঘন করার জন্য কয়েকদিন আগেই প্লে স্টোর থেকে অ্যাপটিকে সরিয়ে দিয়েছিল গুগল। এরপর অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধানের করে ৭২ ঘন্টার মধ্যে ফের প্লে স্টোরে ফিরে এসেছে স্বদেশী অ্যাপ ‘মিত্রোঁ।
‘মিত্রোঁ-কে নির্বাসিত করার পর গুগলের তরফে জানানো হয়েছিল, “বেশ কয়েকটি অ্যাপ সরানোর ঘটনা ভারতে সকলের নজর কেড়েছে। এ ব্যপারে আমরা নিজেদের পক্ষ স্পষ্ট করতে চাই। এই সপ্তাহের শুরুতে প্রযুক্তিগত নীতি লঙ্ঘনের জন্য আমরা একটি ভিডিও অ্যাপ সরিয়ে ছিলাম। ডেভেলপারদের সঙ্গে কাজ করার জন্য আমাদের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া আছে, যা তাদের অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য পথনির্দেশ করে। তা হলেই ডেভেলপার অ্যাপটিকে পুনরায় জমা দিতে পারে। আমরা এই ডেভেলপারকেও সমাধানের পথ দেখিয়েছিলাম। সমস্যার সমাধান হলেই অ্যাপটিকে পুনরায় প্লে স্টোরে ছাড়া যাবে।”
জানা গিয়েছে, নতুন এই স্বদেশী অ্যাপটির ডেভেলপার শিবাঙ্ক আগরওয়াল নামে এক আইআইটি-র ছাত্র। প্রথমে দাবি করা হয়েছিল ‘মিত্রোঁ’ ভারতেই তৈরি হয়েছে কিন্তু এক পাকিস্তানি কোম্পানির করে, মিত্রোঁ-র সোর্স কোড তাঁরাই ডেভেলপ করেছিলেন। এরপরই গুগলের স্ক্রুটিনির মুখে পড়ে অ্যাপটি। শুধু তাই নয়, ভারতীয় মুদ্রায় ২৫০০ টাকা দিয়ে অ্যাপটি কেনা হলেও এটি প্লে স্টোরে ছাড়ার আগে নিরাপত্তা বিষয়ক কোনো কিছুই দেখা হয়নি, এমনকি গোপনীয়তা নীতিও পরিবর্তন করা হয়নি। এই ধরনের নানা ত্রুটির কারণেই ‘মিত্রোঁ’ কে সাময়িক সময়ের জন্য প্লে স্টোর থেকে সরিয়েছিল কর্তৃপক্ষ।
এরপর ত্রুটিগুলোর প্রয়োজনীয় পরিবর্তন এনে ফের ৭২ ঘন্টার মধ্যে প্লে স্টোরে নিজের জায়গায় ফেরে ‘মিত্রোঁ’। তবে প্লে স্টোরে থাকাকালীন অ্যাপটির রেটিং ছিল ৪.৫, কিন্তু পুনরায় ফিরে এসে রেটিং কমে দাঁড়িয়েছে ৩.৭।