ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) অবার তাদের ব্য়বহারকারীদের জন্য় একটি দারুন অফার নিয়ে এসেছে। Jio Fiber তার বার্ষিক সাবস্ক্রিপশন প্লানে অতিরিক্ত ডেটা দেওয়ার কথা জানিয়েছে তারা। জিও ফাইবার-এর ব্রোঞ্জ থেকে টাইটেনিয়াম সব প্ল্য়ানেই পাওয়া যাবে দিগুন ডেটা অফার। যে ব্য়বহারকারীরা বার্ষিক ব্রোঞ্জ প্লানে সাবস্ক্রাইব করছেন তারা এখন প্রতি মাসে ৩৫০ জিবি ডেটা পাবেন। ব্যবহারকারীরা নতুন বেনিফিটে প্রতি মাসে ১০০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে
যে জিও ফাইবার প্ল্যানগুলিতে পরিবর্তন করা হয়েছে
ব্রোঞ্জ প্ল্যানের বার্ষিক প্লানে ব্যবহারকারীরা ৩৫০ জিবি ডেটা পাবেন। এছাড়া থাকছে প্রতি মাসে ১০০ জিবি ডেটা ও অতিরিক্ত ডেটা ১০০ জিবি। এর সঙ্গে লকডাউনে মিলবে ৫০ জিবি অতিরিক্ত ডেটা। সব শেষে কোম্পানি ১০০ জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে।
জিও ফাইবার সিলভার প্ল্যান
সিলভার প্ল্য়ানের বার্ষিক সাবস্ক্রিপশনে ব্য়বহারকারীরা পাবেন মোট ৮০০ জিবি ডেটা প্রতি মাসে। এই প্ল্য়ানে ২০০ জিবি প্ল্যান বেনিফিট, ২০০ জিবি ডাবল ডেটা বেনিফিট, ২০০ জিবি ইন্ট্রোডাক্টরি ডেটা এবং ২০০ জিবি বার্ষিক প্ল্য়ান বেনিফিট অন্তর্ভুক্ত রয়েছে।
জিও ফাইবার গোল্ড প্ল্যান
Jio Fiber-এর Gold Plan-এ মিলবে ১৭৫০ জিবি ডেটা। এর মধ্য়েই কোম্পানি তার অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত ডেটার হিসাব বিস্তারিত ভাবে দিয়েছে।
জিও ফাইবার ডায়মন্ড প্ল্যান
কোম্পানি ডায়মন্ড প্লানে বার্ষিক সাবস্ক্রিপশনে মোট ৪০০০ জিবি ডেটা পাওয়া যাবে।
জিও ফাইবার প্ল্যাটিনাম প্ল্যান
জিও ফাইবার-এর এই প্লানে গ্রাহকরা প্রতি মাসে ৭,৫০০ জিবি ডেটা পাবেন।
জিও ফাইবার টাইটেনিয়াম প্ল্যান
জিওর এর সবচেয়ে দামি প্লান হল টাইটেনিয়াম প্লান। এই প্লান বার্ষিক সাবস্ক্রিপশনে মোট ১৫,০০০ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হবে।