Homeপ্রযুক্তিইন্সটাগ্রামের মধ্যেও চালু হচ্ছে মেসেঞ্জার রুম পরিষেবা

ইন্সটাগ্রামের মধ্যেও চালু হচ্ছে মেসেঞ্জার রুম পরিষেবা

ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেঞ্জার রুম পরিষেবা চালু করেছিল ফেসবুক এবার তারা তাদের অধীনস্থ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও সেই পরিষেবা চালু করছে।লকডাউন এর ফলে সমস্ত ভিডিও কলিং অ্যাপ্লিকেশন গুলির জনপ্রিয়তা আরো অনেক পরিমাণে বেড়ে যায় যার একসঙ্গে ৫০ জন একটি কলে যুক্ত হবার প্রক্রিয়া চালু করে ফেইসবুক। ম্যাসেঞ্জার রুম নামের ওই সেবাটি পরে চলতি মাসেই হোয়াটসঅ্যাপে চালু হয়।

ম্যাসেঞ্জার রুম ইনস্টাগ্রামে চালু করার মাধ্যমিক ফেসবুক তাদের সমস্ত অ্যাপের মধ্যে ইন্টিগ্রেটেড চ্যাটরুম পরিষেবা নিয়ে আনলো। শুক্রবার ইনস্টাগ্রাম জানিয়েছে, অ্যাপটি আপডেট দিয়ে নতুন ওই ফিচার পাওয়া যাবে। যাতে একই সঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে।

ইনস্টাগ্রামে রুম ফিচারটি পাওয়া যাবে ম্যাসেঞ্জার বক্সে। সেখান থেকে যে কেউ ব্যবহার করতে এবং অন্যদের আমন্ত্রণ জানাতে পারবেন। এজন্য প্রথমে ব্যবহারকারীকে ইনস্টাগ্রামের Direct messages অপশনে যেতে হবে। সেখান থেকে video chat আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে Create a Room সিলেক্ট করতে হবে। এরপর চাইলে ইনস্টাগ্রামে থাকা বন্ধুদের সেখান থেকে আমন্ত্রণ জানানো যাবে। এটির ব্যবহার করার বিষয়গুলো নিয়ে ইনস্টাগ্রাম একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular