ডিজিটাল ডেস্ক: ফোর্টনাইট গেইম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেইম জানিয়েছে যে তাদের ব্যাটল রয়্যাল ফোর্টনাইট এই গেমটির উপর এখন প্লেয়ারদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটিতে যা তাদের জন্য খুব খুশির খবর।
বিশ্বব্যাপী করোনা মহামারির সময় লকডাউনে এর ব্যবহারকারী বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত মাসে এসব প্লেয়াররা গেইমটিতে সময় দিয়েছে ৩২০ কোটি ঘণ্টা। গত মাসে ট্র্যাভিস স্কট এর ভার্চুয়াল কনসার্টে নতুন উপস্থিতির রেকর্ড করেছে ফোর্টনাইট। সেদিন ভার্চুয়াল শো চলাকালীন, এপিক গেইমসে এক সঙ্গে সংযুক্ত ছিলেন এক কোটি ২৩ লাখ প্লেয়ার।
অ্যান্ড্রয়েড প্লাটফর্মে গত মাসে প্রতিষ্ঠানটি তাদের ব্যাটল রয়্যাল একটি গেইম প্রকাশ করেছে। প্রথমে গেইমটি অ্যান্ড্রয়েড প্লাটফর্মে স্মার্টফোন মোবাইল নির্মাতা সংস্থা স্যামসাংয়ের সঙ্গে লঞ্চ করেছিল এপিক গেইম।