ওয়েব ডেস্ক : বর্তমানকালে মোবাইল হ্যাকিং একটি অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত আমাদের প্রয়োজনীয় সব ডেটা, ফটো প্রভৃতি আমরা সাধারণত ফোনের মধ্যেই সেভ রাখি। যদিও আজকাল ফোনে নানারকম অ্যাপ বা সেটিংসের মাধ্যমে ফোনের মধ্যে পিন বা প্যাটার্ন জাতীয় সিস্টেম থাকে। কিন্তু এতে আমাদের ফোন সুরক্ষিত থাকলেও আমাদের সিমে থাকা বিভিন্ন কন্ট্যাক্ট কিংবা ম্যাসেজ কি আদেও সুরক্ষিত আছে?
মোটেই নাহ!! ফোন লকের সাথে সিম সিকিউরিটির কোনো সম্পর্কই নেই। সম্প্রতি সিম সোয়াপিং নিয়ে বেশকিছু জালিয়াতির ঘটনা ঘটেছে। যার পরে সিমের সিকিউরিটি একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
তবে আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও সিম লক করে আপনার প্রয়োজনীয় তথ্য গোপন করতে পারবেন। কি সেই পদ্ধতি? তা হল SIM PIN ব্যবহার। এর মাধ্যমে আপনি সিমের সিকিউরিটি বৃদ্ধি করতে পারবেন। এই পিন ব্যবহার হলে যখনই মোবাইল রিস্টার্ট করা হবে অথবা অন্য ফোনে সিম কার্ড ব্যবহার করবেন তখনই এই পিন আপনার প্রয়োজন হবে।
চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ফোনে এই পিন চালু করবেন :
১) প্রথমে সেটিংস অপশনে গিয়ে সিকিউরিটি বাটনে ট্যাপ করতে হবে।
২) তারপর আদার সিকিউরিটি সেটিংস অথবা মোর সিকিউরিটি সেটিংস এ যেতে হবে।
৩) এরপর ট্যাপ করতে হবে সেটআপ সিম কার্ড লক অপশনে।
৪) সিমের ডিফল্ট পিন নম্বর প্রত্যেকটি অপারেটরের আলাদা আলাদা হয়। যেমন এয়ারটেলের ক্ষেত্রে এই নম্বর ১২৩৪ এবং ভোডাফোনের ক্ষেত্রে এই নম্বর ০০০০ ।
এরপর ডিফল্ট সিম পিন পরিবর্তন করে চেঞ্জ সিম কার্ড পিন অপশনে ট্যাপ করতে হবে।
৫) এবার ভেরিফাই করার জন্য বর্তমান পিন নম্বর দিন এবং কনফার্ম করলেই চালু হয়ে যাবে নতুন সিম পিন।