Homeপ্রযুক্তিপ্রথম স্মার্টফোন লঞ্চ করল টিকটক, জানুন বিস্তারিত

প্রথম স্মার্টফোন লঞ্চ করল টিকটক, জানুন বিস্তারিত

জানুয়ারি মাসে স্মার্টিসান নামে একটি স্মার্টফোন কোম্পানি কিনে নিয়েছিল বাইটড্যান্স। চলতি মাসের শুরুতেই এই ব্র্যান্ডের অধীনে লঞ্চ হয়েছে স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩। নতুন এই ফোনে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এক নজরে এই ফোনের দাম ও ফিচারগুলি দেখে নিন।

স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ এর দাম
তিনটি স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে পাওয়া যাবে স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩। ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজে স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ এর দাম ২,৮৯৯ ইউয়ান (প্রায় ২৯,০০০ টাকা)। ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজে স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ কিনতে ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা) খরচ হবে। ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজে স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ কেনার খরচ ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৩৬,০০০ টাকা)। 
স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ স্পেসিফিকেশন
স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ ফোনে থাকছে একটি ৬.৩৯ ইঞ্চি ফুল ইএচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট,


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অদ্রিনো ৬৪০ জিপিইউ, ১২ জিবি র‍্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ।

ছবি তোলার জন্য স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল সোনি আইএমএক্স৫৮৬ প্রাইমারি ক্যামেরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাথে থাকছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ ফোনে থাকছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় একাধিক সেলফি মোড থাকছে। পিক্সেল বাইন্ডিং প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরায় দুর্দান্ত ছবি তোলা যাবে।

স্মার্টিসান জিয়ানগুও প্রো ৩ ফোনে থাকছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

RELATED ARTICLES

Most Popular