ডিজিটাল ডেস্ক: এবার ফিচারস ফোনেও পৌঁছে গেল রেল সেতু অ্যাপ বৃহস্পতিবার ভারতীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খুব কম দামের এই জিও ফোনে ৪জি কানেক্টিভিটি থাকে যার ফলে অনেক মানুষেরই কাছে এই ফোনটি অনেক প্রিয় এবং অনেক ব্যবহারকারী এই ফোনটি ব্যবহারও করেন তাই ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জিও ফোন ব্যবহারকারীদের জন্য আরোগ্যের সেতু অ্যাপটি লঞ্চ করেছে। এতে অনেক জিও ফোন ব্যবহারকারী উপকৃত হবেন।
কিছুদিন আগেই জিও ফোনে আরোগ্য সেতু আনার কথা জানা যাচ্ছিল। গত মার্চ মাসে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আরোগ্য সেতু অ্যাপ এনেছিল কেন্দ্র। এই অ্যাপটি ব্যবহার করলে করোনা ভাইরাস সংক্রমণ কমানো সম্ভব। ইতিমধ্যে দেশের ১০ কোটি ব্যবহারকারী এটি ব্যবহার করতে শুরু করেছেন গুগল প্লে স্টোর এবং অ্যাপস্টোরে ট্রেন্ডিং রয়েছে এই আ্যপটি।
এছাড়াও আইভিআরএস-এর মাধ্যমে ফিচার ফোনেও আরোগ্য সেতুর সমস্ত কিছু ফিচার ব্যবহার করা যাবে তার জন্য ১৯২১ এই নম্বরে ফোন করতে হবে আই ভি আর এস এর মাধ্যমে ব্যবহারকারী কোন ভাইরাস এর ঝুঁকি সম্পর্কে অনেকটা তথ্য জানতে পারবেন। এবং যারা যারা এখনো আরোগ্য সেতু অ্যাপটি ইনস্টল করেননি তাদেরকে মেসেজের মাধ্যমে ডাউনলোড লিঙ্ক পাঠানো হচ্ছে যাতে তারা অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করেন।