ডিজিটাল ডেস্ক: সোশ্যাল ডিসটেন্সিং মেনে দূরত্ব বজায় রাখার জন্য গুগোল পে কিছু নতুন ফিচার এনেছে যার মাধ্যমে নিকটবর্তী কোন স্টেশনারি দোকান বা ওষুধ দোকান খোলা আছে কিনা অথবা কোন জায়গায় অবস্থান সবকিছু এখান থেকে জানা যাবে গুগল- পে আ্যপের মাধ্যমে।
এই নতুন পরিষেবা এখনও পর্যন্ত ভারতের মোট ৩৫ টি শহর জুড়ে চালু করা হয়েছে। এই এই পরিষেবার মাধ্যমে ব্যবসায়ীরা দোকানের মধ্যে কোন জিনিস কত মজুদ আছে সেটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানাতে পারবেন এছাড়াও দোকান খোলা এবং বন্ধের সময়ও দেয়া থাকবে এখানে।
যে শহরগুলিতে বর্তমানে নতুন নিকটস্থ স্টোরের তালিকা রয়েছে, তা হল- হায়দরাবাদ, মুম্বই, নয়াদিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, চেন্নাই, সুরাট, আহমেদাবাদ, পাটনা, বারাণসী, লখনউ, গাজিয়াবাদ, কানপুর, নয়ডা, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, মাইসুরু, মুম্বই, নাগপুর, বিশাখাপত্তনম, ইন্দোর, কলকাতা, ভুবনেশ্বর, লুধিয়ানা, চন্ডীগড়, তিরুবনন্তপুরম, কোচি প্রভৃতি জায়গায় এই সুবিধা এসেছে।
এই সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে গুগল পে আ্যপটি ওপেন করে নিয়ে বিসনেস আ্যন্ড বিল এর সেকসানে নিয়ারবাই স্টোর বলে একটি অপশন পাওয়া যাবে যেখান থেকে সমস্ত কিছু দেখা যাবে।