Homeটেক আপডেটমাত্র ২০০০ এরও কম দামে ইয়ারবাডস আনছে Realme

মাত্র ২০০০ এরও কম দামে ইয়ারবাডস আনছে Realme

ডিজিটাল ডেস্ক: শীঘ্রই ভারতের মধ্যে ওয়্যারলেস ইয়ারবাডস আনছে ররররর যার দাম ২০০০ টাকারও কম খুব শীঘ্রই ভারতের মধ্যে এটি লঞ্চ হবে এই ইয়ারবাডসটার নাম হল Realme Buds Q।
সম্পূর্ণ নতুন ডিজাইনের সঙ্গেই এই ইয়ারফোনে 10 মিমি ড্রাইভার দেওয়া থাকছে।

কোম্পানির একজন মার্কেটিং অফিসার টুইটারে এই ইয়ারবাডসের টিজারটি প্রকাশ করেছেন এবং তিনি এও জানিয়েছেন খুব শীঘ্রই এই ইয়ারবাডসটি লঞ্চ হবে।
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Realme Buds Q। চিনে এই ইয়ারবাডের দাম ১৪৯ ইউয়ান যা ভারতীয় টাকায় প্রায় ১৬০০ টাকার মতো সাদা কালো ও হলুদ রঙে এই ইয়ারবাড পাওয়া যাবে।

Realme Buds Q-তে Bluetooth 5.0 কানেক্টিভিটি থাকছে। রয়েছে 119 মিলিসেকেন্ড ল্যাটেন্সি। ঘামের থেকে এই ইয়ারফোন বাঁচাতে থাকছে IPX4 সার্টিফিকেশন। Realme Buds Q-এর ওজন 3.6 গ্রাম। সাথে 30W এর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এই ও ইয়ারবাডসেi me

RELATED ARTICLES

Most Popular