সুবর্ণরৈখিক লোকভাষার প্রবাদ প্রবচন উপেন পাত্র
সুবর্ণরৈখিক লোকভাষা অঞ্চলের লোকেরা, বিশেষত বৃদ্ধ বৃদ্ধারা,কথায় কথায় প্রবাদ প্রবচন বলতে অভ্যস্ত। কয়েকটি বাক্যের পরিবর্তে একটি জুতসই প্রবাদ বললে বক্তব্যটি বোঝানো সহজ হয়।যথা–
১ অভাগার কপালে সুখ হিনে দিয়াসী ঘর যায়।
দিয়াসী=জানগুরু
তুলনীয়– সুখে থাকতে ভুতে কিলোয়।
২ আকাশকে খুঁটা নাই,বড়লোককে উত্তর নাই।
৩ দুই আঁড়িয়ার লড়াই হয়,বাছুরের ঠ্যাং ভাঙে।
তুলনীয়– রাজায় রাজায় লড়াই হয়, উলুখাগড়ার প্রাণ যায়।
৪ উঠতি গাছ দু’পতরে মালুম।
তুলনীয়– মর্নিং শোজ দি ডে।
৫ এঁড়োর দৌড় বান্নার মুড়া তক।
এঁড়ো=গিরগিটি,বান্না=বেড়ার বাঁশ ফালি।
তুলনীয়– মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
৬ ওলের সাক্ষী মানকচু।
তুলনীয়– চোরে চোরে মাসতুতো ভাই।
৭ কথা– ক,নাহয় থা।
(সঠিকভাবে বলতে পারলে বলো,নাহয় চুপ থাকো।)
৮ কানা একথর বাড়ি হারায়।
একথর=একবার,বাড়ি=লাঠি
তুলনীয়– নেড়া বেলতলায় যায় না।
৯ কাজ নাই থিনে মাটিয়া ধান বাছা।
তুলনীয়– নেই কাজ তো খই ভাজ।
১০ খাই যায় কাজে,যম যায় পছে।
১১ গাইতে গাইতে গলা,বইতে বইতে নালা।
তুলনীয়– প্র্যাক্টিস মেকস এ ম্যান পারফেক্ট।
১২ গটায় পোয় আশ,নদীর কুলে বাস।
গটায়= একটা,পো=পুত্র
১৩ গাঁয়ের কনিয়া সিগন নাকী।
তুলনীয়– গেঁয়ো যোগী ভিখ পায় না।
১৪ চিন্তা রোগের ইলাজ নাই।
ইলাজ=ওষুধ
১৫ চড়কা পড়নে শ্রীরাম ভজে।
তুলনীয়– মরণকালে হরিনাম।
১৬ চোরের সাতদিন ত গিরিহার একদিন।
গিরিহা=গৃহী।
১৭ ডিহি কুকরের ভুগা সার।
তুলনীয়– বার্কিং ডগ বাইটস সেলডম।
১৮ দড়া মাজনে সরু,কথা মাজনে মটা।
তুলনীয়– কথায় কথা বাড়ে।
১৯ ধীর পানি পাথর কাটে।
তুলনীয়– স্লো বাট স্টেডি উইনস দি রেস।
২০ দুরকে সোলা ভারী।
২১ দুরের কুটুম মধুসূদন,গাঁয়ের কুটুম মাধা।
২২ নিয়া কভু অদা না,পুলিশ কভু দাদা না।
নিয়া= আগুন,অদা= ভেজা।
২৩ নুহা সস্তা হিনে শিয়াল টাঁগি বহে।
নুহা=লোহা,
২৪ বাঁশ ফুলনে মরে মানুষ বুলনে মরে।
বুলনে=নিষ্কর্মা
২৫ বেশী লোকে মুশা মরেনি।
মুশা>মুষিক
২৬ বাহাঘরে মায়া রাজা।
২৭ বসি খাইনে সমুদ্রের বালি কুলায়নি।
২৮ মা মরনে বাপ মাউশা।
মাউশা=মেশো
২৯ ভাগ্যে ভার্যা,পুণ্যে পো।
৩০ মাগারু হীন নাই,দিয়ারু পুন নাই।
পুন=পুণ্য
৩১ মাগনায় টক ঘোল মিঠা।
৩২ মাংস খিয়া দাঁত পড়নে বোষ্টম।
৩৩ দিয়াকে দিয়া,নাই দিয়াকে কপাট দিয়া।
৩৪ হাঁড়ি ভাঙনে খপরা,মন ভাঙনে চপরা।
৩৫ বিলেই নাই পুষবু ত মুশা পুষ।
বিলেই=বিড়াল
৩৬ যে সয় মহাশয়,যে না সয় নাশ হয়।
৩৭ যার মাকে কুম্ভীর খায়,ঢেঁকিকে তার ডর থায়।
তুলনীয়– ঘরপোড়া গোরু সিঁদুরে মেঘ দেখে ডরায়।
৩৮ সব রাখতে ঘর আছে,ডর রাখতে ঘর নাই।
৩৯ সময়ে নখে ছিঁড়ে,অসময়ে কদাল কুঢ়ার লাগে।
তুলনীয়– এ স্টিচ ইন টাইম সেভস নাইন।
৪০ হিসাবের গোরু বাঘ খায়নি।
৪১ তাল ছাড়ি পিছায় চাপড়।(বেতালা)
৪২ শিয়ালের গু দরকার হিনে পর্বতে যাই হাগে।