Homeঅন্যান্যফের প্রকাশ্যে তৃণমুলের গোষ্ঠীকোন্দল,পুরপ্রশাসক মন্ডলীর সদস্যের বাড়িতে গুলি চালানোর অভিযোগ যুবনেতার বিরুদ্ধে

ফের প্রকাশ্যে তৃণমুলের গোষ্ঠীকোন্দল,পুরপ্রশাসক মন্ডলীর সদস্যের বাড়িতে গুলি চালানোর অভিযোগ যুবনেতার বিরুদ্ধে

নিউজ ডেস্ক: তৃণমূল নেতা তথা দিনহাটা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য জয়দীপ ঘোষের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার মদনমোহনবাড়ি এলাকা। এমনকি তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বাড়ির সামনে থাকা একটি বাসে ও একাধিক বাইকে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ। জয়দীপবাবুর অভিযোগ, তৃণমূল যুব নেতা অজয় রায়, সাবির সাহা চৌধুরীরা এই ঘটনা ঘটিয়েছে।যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব নেতা অজয় রায়ের পালটা অভিযোগ, এদিন কলেজে ঢুকে জয়দীপ ঘোষের অনুগামীরা ছাত্রদের দফায় দফায় মারধর করে। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে জয়দীপ ঘোষের অনুগামীরাই গুলি চালায়।

দিনহাটা কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে। আর এই গোষ্ঠী কোন্দলের জেরে বছর দুয়েক আগে প্রাণ হারাতে হয় অলোক নিতাই দাস নামে এক ছাত্রকে।

সেই ঘটনার পর কিছুদিন গোষ্ঠী কোন্দল থামলেও চলতি বছরের দুর্গা পুজোর পর থেকে কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা।

মঙ্গলবার দিনহাটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে তৃণমূল নেতা জয়দীপ ঘোষ এবং তৃণমূল যুব নেতা অজয় রায়ের অনুগামীদের মধ্যে বচসা বাঁধে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ গিয়ে তাঁদের হটিয়ে দেয়।

জানা যায় কলেজের বাইরেও দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হয় বলে। এই ঘটনায় দুজন আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সন্ধ্যা বেলায় দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকায় জয়দীপ ঘোষের বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয়।

দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, শহরের মধ্যে যেভাবে পুর প্রশাসক মণ্ডলীর সদস্যের বাড়িতে হামলা চালানো হল তা অত্যন্ত নিন্দনীয়। তিনি দিনহাটা থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।পুলিশের নজর নেই শহরের এলাকাগুলির উপর বলে উদয়ন বাবুর অভিযোগ।তিনি আরও বলেন যারা এগুলো ঘটাচ্ছে ঠিক হচ্ছে না। পুলিশকে বলা হয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখতে।

যদিও গোটা বিষয়টি নিয়ে তৃণমূল যুব’র কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলেজের এক ছাত্রকে জয়দীপ ঘোষের অনুগামীরা মারধর করে। পরে ফের মদনমোহন বাড়ি এলাকায় একদল ছাত্রের ওপর জয়দীপ ঘোষের অনুগামীরা বন্দুক নিয়ে হামলা চালায়। কয়েকজন ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular