এভাবেই গাড়ির প্যানেলে রাখা ছিল ইয়াবা ট্যাবলেট |
নিজস্ব সংবাদদাতা:গোলাপী অথবা সবুজ রঙের ছোট ছোট ওষুধের আকার, ভ্যানিলা অথবা বিস্কিটের মিষ্টি গন্ধ, চিবিয়ে অথবা অ্যালুমিনিয়াম ফয়েলে গুঁড়ো করে নিচে মোমবাতির মৃদু আগুনের তাপে উদ্বায়ী ঘ্রান! পাগল করে দেওয়া এই আনন্দের নাম ইয়াবা। থাই ভাষায় ইয়াবা মানেই পাগল ওষুধ আর আদর করে কেউ কেউ ডাকে নাজি স্পিড বলে। দুনিয়ার তাবৎ মারন ড্রাগের মতই ইয়াবা কুখ্যাত যার একটি গুলি খেলেই দগ্ধ গ্রীষ্মেও সেবনকরি ‘পাগলা হাওয়ার বাদল দিনে….’ বলে অবিরাম নেচে যেতে পারে। মায়ানমার থেকে মার্কিনযুক্ত রাষ্ট্র আর থাইল্যান্ড থেকে ইংল্যান্ডের মাথা ব্যথার কারন এই ট্যাবলেট। যার পরতে পরতে জড়িয়ে আছে পরিবারিক সন্ত্রাস থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নাড়ি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার কলকাতার তারাতলা থানা এলাকার নেচার পার্কর তারাতলা রোড থেকে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান এই নিষিদ্ধ মাদক অ্যামফেটামাইনে বা ইয়াবা ট্যাবলেট । কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয়েছে তিন আন্তঃরাজ্য মাদক পাচারকারী । তারাতলা রোড এর উদ্ধার হওয়া এই পাগল ওষুধের পরিমান ও পাচার করার কায়দা দেখে চোখ কপালে উঠেছে পুলিশের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গাড়ির প্যানেলের ভেতরে থরে থরে সাজিয়ে রাখা এই বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় সাড়ে ৮ কেজি,সংখ্যায় ৭৪ হাজারটি গুলি। দরজার ভেতর ও গাড়ির নানা অংশ খুলে ফেলে ট্যাবলেটগুলি রেখে ফের প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে। ইন্টারিয়ার ডেকোরেশন চোখ ধাঁধানো, সন্দেহ করার উপায়ই নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রেফতার করা হয়েছে মনিপুরের বাসিন্দা আন্তঃরাজ্য মাদক পাচারকারী সৈয়দ আমীর হোসেন ও মোঃ আতাউর রহমান কে । ধৃত দুজনেই মনিপুরের থৌবল এর বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে তাদের সহযোগী ও গাড়ির চালক মালদার বাসিন্দা হানিফ শেখকে । পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য ২.৩ কোটি টাকা!