Homeএখন খবরশীতের আগমনে কাটোয়ার বিভিন্ন গ্রামে লেপ-তোষক বানাতে ব্যস্ত কারিগররা

শীতের আগমনে কাটোয়ার বিভিন্ন গ্রামে লেপ-তোষক বানাতে ব্যস্ত কারিগররা

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃগত কয়েক সপ্তাহ ধরে ভোরের হালকা কুয়াশায় শীতের আমেজ একটু বিরাজ করছে। এতেই লেপ তৈরির অডার্র শুরু হয়েছে।পুরোপুরি শীত খুব একটা না থাকলেও শীতের আভাস ভালভাবে টের পাওয়া যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে লেপ-তোষক তৈরির ধুম। ব্যস্ততা বেড়েছে স্থানীয় ও বিহার থেকে আগত কারিগরদের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরই মধ্যে বেশ কিছুদিন থেকে শেষ রাতে ও খুব সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। আর এ অনুভূতি কাজে লাগিয়ে বিভিন্ন বাড়িতে বা পাড়ায় পাড়ায় প্রস্তুতি নিচ্ছে লেপ-তোষক বের করা সহ সেটি মেরামত বা নতুন করে তৈরির ধুম পড়েছে। কেউবা বাক্সবন্দি করে রাখা লেপ-তোষক বের করছেন ঠিক করার জন্য। আবার কেউ নতুনভাবে তৈরি করছেন তাই ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষকের কারিগররা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘোড়ানাশ, মুস্থূলী, আমডাঙ্গা, একডেলা,কুরচি,সিঙ্গি,আখড়া,বিষ্ণুপুর, জগদানন্দপুর, করুই,মেঝিয়ারী,শ্রীবাটী, বাকসা, নন্দীগ্রাম, চাণ্ডুলী, দেয়াসীন সহ  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কারিগররা তৈরি করছেন লেপ-তোষক। কারিগরদের টুংটাং আওয়াজ আর বাতাসে উড়ে বেড়ানো তুলা জানিয়ে দিচ্ছে শীত এসে গেছে। ফলে জেলার নানান লেপ-তোষক তৈরির দোকানগুলোতেও কারিগররা কাজে ব্যস্ত সময় পার করেছেন।

RELATED ARTICLES

Most Popular