Homeবিনোদনকাঞ্চন মল্লিকের বিরুদ্ধে FIR করলেন স্ত্রী! এবার কী তবে নুসরত পর্ব...

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে FIR করলেন স্ত্রী! এবার কী তবে নুসরত পর্ব শেষে কাঞ্চন অধ্যায় শুরু

নিজস্ব সংবাদদাতা: শ্রাবন্তী বিবাহ পর্ব শেষে নুসরত পর্বে জমে উঠেছিলেন যাঁরা এবার তাঁদের জন্য বোধহয় নতুন পর্ব উপহার হয়ে আসতে চলেছে কাঞ্চন মল্লিক পর্ব। টলিউডি কেচ্ছা কীর্তনে যাঁরা যতক্ষন জেগে থাকেন ততক্ষণ মেতে থাকেন তাঁদের জন্য কাঞ্চন এপিসোড মেগা সিরিয়ালের মত বেশ কিছুদিন চলতে পারে বলেই মনে হচ্ছে কারন এতদিন যা ছিল নিতান্তই ঘরোয়া মামলা এখন তা গড়ালো পুলিশ অবধি আর হয়ত বা জল গড়াতে চলেছে আদালতেও। ফলে নুসরত কিংবা শোভন-বৈশাখী পর্বে আপাতত বিরতি। লকডাউনের কারনে শ্যুটিং বন্ধ থাকলেও টলি তারকাদের ফ্যামিলি কান্ডই এখন ঘর ঘর কাহানি।

এতদিন কাঞ্চন মল্লিক আর স্ত্রী পিঙ্কি বনাম শ্রীময়ী পর্ব বিবৃতি আর পাল্টা বিবৃতিতে সীমাবদ্ধ ছিল এবার তা পৌছালো থানার দুয়ারে। স্ত্রীকে হুমকি দিয়েছেন এই অভিযোগ তুলে তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করলেন তাঁর স্ত্রী পিঙ্কি। কাঞ্চনের বান্ধবী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

 

উল্লেখ্য টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। কৃষ্ণকলি খ্যাত টেলি সিরিয়াললের শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন টলিপাড়ায়। পিঙ্কির অভিযোগ, তাঁকে মানসিকভাবে নির্যাতন করছেন কাঞ্চন।মত্ত অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, এমনকি বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে পিঙ্কিকে গাড়ি থেকে টেনে নামিয়ে হেনস্থা পর্যন্ত করেছেন বলে অভিযোগ।

 

পিঙ্কির অভিযোগ, সংবাদমাধ্যমে কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে লেখালেখি হতেই নাকি দুজনে মিলে হেনস্থা করছেন পিঙ্কিকে। কাঞ্চন মল্লিক ও পিঙ্কির আট বছরের ছেলে শহরের একটি নামী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে, সেই খরচ এবং ছেলের আয়ার খরচ কাঞ্চন দেন, এছাড়া সন্তানের খবরও নেন না, এমনটা জানিয়েছেন তাঁর স্ত্রী।

 

ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার ফলেই মুখ খুলেছেন বলেও জানান পিংকি। অভিনয়, রাজনীতিতে ব্যস্ত স্বামীকে কাছে না পাওয়ায় অভিমান নাকি সম্পর্কের তিক্ততায় ‘ধৈর্যের বাঁধ ভাঙল’ পিংকির, তা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করে। শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক রাখেন কাঞ্চন? সে ব্যাপারে যদিও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলন কাঞ্চন পত্নী। তাঁর দাবি, “দু’জন মানুষ প্রেম করবেন কিনা তা তাঁদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সম্পর্ক অস্বীকার করলে প্রাক্তন-বর্তমান সকলকেই অসম্মান করা হয়। একটাই অনুরোধ, বিয়েটাকে যেন বেড়া হিসাবে ব্যবহার করা না হয়। যদিও দু-দিন আগেই শ্রীময়ীর সঙ্গে নিজের প্রেম সম্পর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।

নিউ আলিপুর থানা ইতিমধ্যেই গোটা ঘটনা বিস্তারিত তদন্ত করে দেখছে।

RELATED ARTICLES

Most Popular