নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার রাত ১টার খবর অনুযায়ী, খুবই খারাপ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন কেন্দ্রের আয়ুস মন্ত্রী শ্রীপাদ ওয়াই নায়েক। ৫ঘন্টা আগে ঘটে গেছে ভয়াবহ এক দুর্ঘটনা, মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী ও ব্যক্তিগত সচিবের। মুড়ির টিনের মতই দুমড়ে মুচড়ে গেছে ভারতের বিলাসবহুল চারচাকার তালিকায় থাকা চারচাকা ‘টয়টা ইনোভা ক্রিস্টা( (Toyota Innova Crysta)! ভারতের মাটি আর সড়কের কথা মনে করে তৈরি করা দুর্ঘটনায় আঘাত প্ৰতিরোধক ক্ষমতা সম্পন্ন বলে দাবি করা ঘাতক এই গাড়িটির বেলুন শেষ অবধি খুলতেই পারেনি মৃত্যু হয়েছে শ্রীপাদ নায়েকের স্ত্রী বিজয়া নায়েকের। মৃত্যু হয়েছে মন্ত্রীর ব্যক্তিগত সচিবেরও।
সোমবার কর্ণাটকে রাত ৮ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে চালক বাদ দিয়ে চারজন ছিলেন। প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় বিজয়া নায়েক ও মন্ত্রীর ব্যক্তিগত সচিবের। প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপাদ নায়েকের সঙ্গে গাড়িতেই ছিলেন ওই তিন জন।
উত্তর কর্ণাটকের অঙ্কোলার কাছে দুর্ঘটনাটি ঘটে। তাঁরা ইয়াল্লাপুর থেকে গোকর্ণের দিকে যাচ্ছিলেন। শ্রীপাদ নায়েক আয়ুষ মন্ত্রকেরও রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)। গাড়ির চালক ও মন্ত্রী নায়েক হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাছে ধাক্কা মেরে কয়েক পাক খেয়ে খাদে পড়ে যায়। এই খবরের সত্যতা স্বীকার করেন কংগ্রেস বিধায়ক আর ভি দেশপাণ্ডে। ট্যুইট করে দেশপাণ্ডে জানান, অপূরণীয় ক্ষতি। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়েকের গাড়ির মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা। গোয়ার বিজেপি মুখপাত্র নরেন্দ্র সাওয়াইকর জানান শ্রীপাদ নায়েকের শারীরিক পরিস্থিতি ভালো নয়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন তিনি। একইভাবে শোকবার্তা পাঠিয়েছেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
প্রশ্ন উঠেছে এই Toyota Innova Crysta গাড়িটি সর্বাধিক আঘাত প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বলে দাবি করা হয়ে থাকে। ২০২০ সালে নিরাপত্তার দিক থেকে একে ফাইভ স্টার রেটিং প্রদান করেছিল ASEAN NCAP. ১০০র মধ্যে নম্বর দিয়েছিল ৮২.৬৯%। প্রথম ধাক্কা খাওয়ার পরই গাড়ির ভেতরের চার পাশ থেকে বেলুনের বর্ম ছুটে আসার কথা। এরফলে গাড়ি ও আরোহীর মধ্যে বেলুন ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু এই ক্ষেত্রে কয়েকবার পাক খেয়ে নিচে গড়িয়ে পড়ার পরও সেই বেলুন খোলেনি। কেন এটা হল খতিয়ে দেখছে বিশেষজ্ঞ সংস্থা।