Homeএখন খবরখড়গপুর মেদিনীপুরে ফের ৭ছুঁল তাপমাত্রা, এবছর কাঁপতে কাঁপতেই সরস্বতীর অঞ্জলি দেবে পড়ুয়ারা

খড়গপুর মেদিনীপুরে ফের ৭ছুঁল তাপমাত্রা, এবছর কাঁপতে কাঁপতেই সরস্বতীর অঞ্জলি দেবে পড়ুয়ারা

আইআইটি খড়গপুর ক্যাপস

নিজস্ব সংবাদদাতা: আবারও শীতের দাপট শুরু হল দক্ষিনবঙ্গে। আর শেষবেলার শীতে ৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলল পারদ। শনিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যানের হিসাব বলছে  নূন্যতম তাপমান ৭.৯৭ ডিগ্রি সেলসিয়াস। অথচ শুক্রবার এই নূন্যতম তাপমান ১২.৭৮ ছিল। অর্থাৎ একলাফে পারদ নেমেছে প্রায় ৫ ডিগ্রি । রবিবার তা আরও একটু নামতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর সেই হিসাবই বলে দিচ্ছে তিনি আবার ফিরছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মরসুমে দাপটের সঙ্গে প্রথম ইনিংস খেলেছে শীত। মাঘে নয় পৌষেই বাঘের গায়ে শীতের আঁচড় লেগেছে। আর মাঝের কটা দিন বিরতি দিয়ে আবারও ফিরে এসে বিদায়বেলায় ঝোড়ো ইনিংস খেলতে চলেছে শীত। সপ্তাহান্তে ফের কনকনে ঠান্ডায় জবুথবু হবে কলকাতা-সহ গোটা রাজ্য। রাজ্যে পারদ নামতে পারে ৭ডিগ্রি বা তারও কম । মেদিনীপুর খড়গপুরে ৭.৯৭ যখন নেমেই গেছে তখন বাকি টুকু নামতে কতক্ষণ?


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধুই সর্বনিম্ন তাপমাত্রা নয়, গড় তাপমাত্রারও হেরফের হয়েছে যথেষ্ট। শুক্রবার যেখানে গড় ছিল ১৮.৩৮ শনিবার তা হয়েছে ১৬.১৪। অনেক সময় রাতের দিকে তাপমান কমলেও দিনমানের তাপমান বেশি থাকায় ঠান্ডা অনুভূতি কম হয় অর্থাৎ ২৪ঘন্টার গড় তাপমান সেক্ষেত্রে বেশি থাকে। কিন্তু শীতের শেষবেলায় গড় তাপমানের পতন বুঝিয়ে দিচ্ছে মাঘের শীতও যথেষ্ট বেগ দেবে বাঘকেও।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শেষবারের শীতে সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য সপ্তাহের প্রথম দিন অর্থাৎ  সোমবার দুপুর থেকেই নামতে শুরু করে। উত্তুরে হাওয়া জায়গা পেতেই রাতে সেই পারদ আরও নামে। আর সে কারনেই শুক্রবার সকালে তাপমাত্রা নেমেছে সর্বোচ্চ। আজ সকালে খড়গ পুর ও মেদিনীপুর শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ১০০ শতাংশের মধ্যে রয়েছে।

এখানে আপনিও বিজ্ঞাপন দিন 

আবহাওয়া দফতরের এও জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে। এর জন্য আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের  জেলাগুলিতে। একইসঙ্গে দক্ষিণবঙ্গেও থাকবে মাঝারি থেকে বিক্ষিপ্ত কুয়াশার প্রভাব। জম্মু-কাশ্মীরে ঢুকছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে ফের চড়তে পারে পারদ। অবশ্য তার এখনও কিছু দেরি রয়েছে। আপাতত বহু বছর বাদে এবার দুই শহরের পড়ুয়ারা কাঁপতে কাঁপতে সরস্বতীর অঞ্জলি দেবে এবিষয়ে সন্দেহ নেই। 

RELATED ARTICLES

Most Popular