মেদিনীপুর শহরের কুইকোটা, বৃহস্পতিবার |
নিজস্ব সংবাদদাতা: এখনও অবধি এই মরশুমের শীতলতম দিন হল বৃহস্পতিবার বিকাল ৫টা অবধি দেখা রেকর্ড অনুযায়ী মেদিনীপুর ও খড়গপুরের তাপমান ৮.৯৫ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছে পারদ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যান বৃহস্পতিবার বিকাল ৫টার তাপমান রেকর্ড করেছে সর্বনিম্ন ৮.৯৫ ও সর্বোচ্চ ২১ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে খড়গপুর আইআইটির ‘ক্যাম্পাস ওয়েদার’ রেকর্ড অনুযায়ী ওই সময় খড়গপুরের তাপমান সর্বনিম্ন ৯ডিগ্রি সেলসিয়াস দেখিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পারদের রেকর্ড পতন দেখা গিয়েছিল বুধবারই। আইআইটি খড়গপুরের পদার্থবিদ্যা বিভাগের সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে যেখানে তাপমান ছিল সর্বনিম্ন ১৬ডিগ্রি, বুধবার রাতে তা একলাফে কমে হয়েছে ১১ডিগ্রি। অর্থাৎ একদিনেই ৫ডিগ্রি কমেছিল।
এখানে আপনিও বিজ্ঞাপন দিন |
কিন্ত এতেও যে পতন বন্ধ রয়েছে তা হয় বৃহস্পতিবার বিকালে তা নেমে গেল আরও প্রায় ২ডিগ্রি। এদিন রাতে ৮ডিগ্রি থেকে ৭ডিগ্রির মধ্যেই পারদ ঘোরা ফেরা করবে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদ্যাসাগর আবহাওয়া উদ্যানের প্রকাশিত তথ্য অনুযায়ী গত তিনদিনে মেদিনীপুর শহরের গড় তাপমাত্রা প্রতিদিন ৩ডিগ্রি করে কমেছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সারাদিনের গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ২০.০৭, ১৭.৮৯ এবং ১৪.৬৭ডিগ্রি। এদিকে বুধবার সন্ধ্যার পর থেকেই খড়গপুর মেদিনীপুরের রাস্তাঘাটে লোকের সংখ্যা কমছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জনবহুল রাস্তা কিংবা বাজার গুলি রাত ৯টার পর কার্যত খাঁ খাঁ করছেন। দুই শহরের মধ্যবর্তী ৬০নম্বর জাতীয় সড়কে বাইক আরোহীর সংখ্যা নেই বললেই চলে সন্ধ্যার পর। তবে বুধবারের তীব্র হাওয়ার প্রকোপ বৃহস্পতিবার না থাকায় অপেক্ষাকৃত কম থাকায় কিছুটা স্বস্তিতে দুই শহরের বাসিন্দারা।