Homeএখন খবরখড়গপুরে কাঁপিয়ে গরম, ঝাঁপিয়ে বৃষ্টি মেদিনীপুরে, এখনও উজ্জ্বল বৃষ্টির সম্ভবনা

খড়গপুরে কাঁপিয়ে গরম, ঝাঁপিয়ে বৃষ্টি মেদিনীপুরে, এখনও উজ্জ্বল বৃষ্টির সম্ভবনা

নিজস্ব সংবাদদাতা: গত রবিবার আসছি আসছি বলে জানান দিলেও তেমন করে আসেনি। দিনভর টিপ টিপ বৃষ্টি হলেও বড় আকারে বর্ষা নামেনি খড়গপুর মেদিনীপুরে। রবিবার সারাদিন মেঘলা আর মাঝে মধ্যে বৃষ্টি দুই শহরকে কিছুটা স্বস্তি দিয়েছিল ঠিকই কিন্তু মঙ্গলবার থেকে ফের গরমে ওষ্ঠাগত প্রান। দিনের বেলায় রোদের তাপ আর সন্ধ্যের পর থেকে ক্রমশ বাড়তে থাকা ভ্যাপসা গরম অতিষ্ঠ করে দিয়েছে খড়গপুর মেদিনীপুরের বাসিন্দাদের। যদিও মঙ্গলবার কাটিয়ে স্বস্তি মিলেছে মেদিনীপুরে। এদিন বেলা ১১টা নাগাদ ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে মেদিনীপুরে। মিনিট কুড়ির সেই বৃষ্টি ধুয়ে দিয়েছে শহরকে। বৃষ্টি কাটিয়ে ঝিরঝিরে বাতাস চাঙ্গা করেছে শহরকে।

 অন্যদিকে কপাল বলতে গেলে খারাপই খড়গপুরের। আকাশে সামান্য কিছু মেঘ থাকলেও চড়া রোদ চাঁদি ফাটিয়ে দিচ্ছে শহরবাসীর। সঙ্গে আর্দ্রতা জনিত ভারি বাতাসে হাঁসফাঁস করছে শহর। অথচ আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাড়বে বৃষ্টির পরিমাণ। বদলাচ্ছে আবহাওয়ার ধরণ। সপ্তাহান্তে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর বিরাজ করা নিম্নচাপ এবং সেই সঙ্গে সঙ্গী হয়েছে পরিবর্তিত মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা রাখছে হাওয়া অফিস। নামবে তাপমাত্রার পারদও।

বৃষ্টি হবে বলছে এখনও বলছে আবহওয়া দপ্তর                                                      আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিনবঙ্গের শহর ও গ্রামগুলোর তাপমাত্রা বুধবার সকাল থেকেই নামতে শুরু করবে। বাড়বে বৃষ্টির পরিমাণ। বদলাচ্ছে আবহাওয়ার ধরণ। সপ্তাহান্তে বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর বিরাজ করা নিম্নচাপ এবং সেই সঙ্গে সঙ্গী হয়েছে দিক পরিবর্তিত মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা রাখছে হাওয়া অফিস। নামবে তাপমাত্রার পারদও।

শহরের তাপমাত্রা
বুধবার সকাল থেকেই খড়গপুর ও মেদিনীপুর শহরের আকাশে মেঘ রয়েছে। হালকা হলেও জলে ভরা মেঘ। যা ঘন ও সন্নিবদ্ধ হলেই বৃষ্টির সুযোগ। বৃষ্টি হওয়ার যে সম্ভবনার কথা আগেই বলা হয়েছিল তা এখনও বজায় রয়েছে। বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের আবহাওয়া উদ্যান বলছে, গতকাল মেদিনীপুর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার গড় ছিল ৮৯.৮৯%। বুধবারও প্রায় সেরকমই থাকছে

অন্যদিকে আইআইটি খড়গপুর ক্যাম্পাস ওয়েদার বলছে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্ত ভ্যাপসা গরম এতটাই অসহনীয় যে মালুম হচ্ছে খড়গপুরে ৪২ ডিগ্রি চলছে।  বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি সেই সঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনার কথা জানাল আবহাওয়াবিদরা।

কোথায় কেমন বৃষ্টি হবে?
মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল হাওয়া অফিস। পাশাপাশি আরও জানাচ্ছে, বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের পাশাপাশি দক্ষিণেও বাড়বে বৃষ্টির পরিমাণ।

সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের
নিম্নচাপের উৎপত্তি স্থল বঙ্গোপসাগর হওয়ার দরুণ আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এমনকি প্রয়োজনে ফিরে আসতেও বলা হয়েছে গভীর সমুদ্রের জেলেদের। উপকূল এলাকাতেও থাকছে আগাম সতর্কতা। তবে এই নিম্নচাপ সমুদ্রের ওড়িশা ঘেঁষা দক্ষিনপূর্ব দিকে সৃষ্টি হয়েছে ফলে দিঘার সামনের সমুদ্র অংশ দক্ষিনে ততটা বিপদ নেই।

RELATED ARTICLES

Most Popular