Homeএখন খবরসোমবার ছিটে ফোঁটা, মঙ্গলবার ঝাঁপিয়ে বৃষ্টির সম্ভাবনা খড়গপুর মেদিনীপুরে

সোমবার ছিটে ফোঁটা, মঙ্গলবার ঝাঁপিয়ে বৃষ্টির সম্ভাবনা খড়গপুর মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা: একেবারে কাঁটায় কাঁটায় মিলে যাওয়া নির্ঘণ্ট। আবহাওয়া দপ্তরের আশঙ্কার পূর্বাভাষ সত্যি করেই আকাশের মুখ ভার খড়গপুর ও মেদিনীপুরে। কখনও সখনও ছিটে ফোঁটা বৃষ্টিও হয়েছে সোমবার সকালেই। মাঝে মধ্যে ক্ষনিকের জন্য উঁকি দিয়ে সকাল থেকেই খড়গপুর মেদিনীপুরের আকাশের আড়ালেই থেকে যাচ্ছে  সূর্য। মাঝে মধ্যে হালকা কালো মেঘ ঘনিয়ে আসছে দুই শহরের মাথায় আর তার থেকেই ইঙ্গিত মিলছে মঙ্গলবার জোরালো বৃষ্টি নামতে চলেছে দুই শহরে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবহাওয়া দফতর জানিয়েই ছিল যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হটাৎ করে যে উষ্ণতা বেড়েছে তার মূলে রয়েছে একটি নিম্নচাপ আর তারই প্রভাবে সোমবার থেকে টানা তিন দিন বঙ্গবাসীকে স্বস্তি দিতে আসরে নামছে বৃষ্টি। দেওয়া হয়েছিল  সতর্কতাও। ২৪ তারিখ কলকাতা-সহ গোটা রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ২৫ ও ২৬ তারিখেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবহাওয়াবিদরা জানাচ্ছেন বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এর জেরে হতে পারে বৃষ্টি। পার্বত্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৪ তারিখ অর্থাৎ আজ সোমবার,  রয়েছে হলুদ সতর্কতা। বিকাল থেকে বইতে পারে  ঝড়ো হাওয়াও।

RELATED ARTICLES

Most Popular