Homeএখন খবরপ্রানীপালনের সর্বাঙ্গীণ বিকাশ ও প্রানী চিকিৎসকদের কল্যানের লক্ষ্যে ২০তম সম্মেলন

প্রানীপালনের সর্বাঙ্গীণ বিকাশ ও প্রানী চিকিৎসকদের কল্যানের লক্ষ্যে ২০তম সম্মেলন

নিজস্ব সংবাদদাতা: ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের ২০তম সম্মেলন থেকে রাজ্য জুড়ে প্রানীপালন কর্মসুচীকে আরও নিবিড় ও গনমুখি করার প্রতিজ্ঞা গ্রহন করলেন উপস্থিত প্রানী চিকিৎসকরা। কলকাতার মোহিত মৈত্র মঞ্চ যা কিনা সম্মেলনের জন্য নামাঙ্কিত হয়েছিল ড: দেবব্রত চক্রবর্ত্তী মঞ্চ হিসাবে সেখানেই দ্বি-বার্ষিক এই দু-দিনের সম্মেলনের মূল আলোচনার সুরই ছিল রাজ্য জুড়ে প্রানীপালনকে আরও উৎসাহিত করা, আরও প্রান্তিক স্তরে গ্রামীন মানু্ষের কাছে প্রানী পালনকে আরও পেশাদারি ও জনপ্রিয় করে তোলা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের সাধারন সম্পাদক ড: গুরুচরন দত্ত বলেন, ” বেকারি ও দারিদ্রর সময়ে সাধারন মানু্ষের অর্থনীতিকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র প্রানী পালনই। গ্রামীন অর্থনীতির বুনিয়াদকে শক্ত করতে প্রানী পালনের বিকল্প নেই। আমরা যারা মানু্ষের এই পেশাকে আরও সমৃদ্ধ করার জন্য নিয়োজিত আছি তারা চাই রাজ্যে প্রানী পালন ব্যবস্থা আরও বৃহৎ আকারে ছড়িয়ে পড়ুক। তাই আমাদের লক্ষ্য আগামী ২বছরের মধ্যে প্রতি জেলায় একটি করে ভেটেরিনারি ক্লিনিক, প্রতি ব্লকে একটি করে বি.এল.ডি.এ. পরিকাঠামো এবং সমস্ত প্রানী বিকাশ কেন্দ্র গুলিতে চিকিৎসক ও কর্মীর অপ্রতুলতা দুর হোক এবং তা করার জন্যও আমরা ক্রমান্বয়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ড:দত্ত আরও জানান, ”এরই পাশাপাশি আমরা প্রানী সম্পদ বিকাশের সঙ্গে যুক্ত চিকিৎসক ও কর্মচারীদের দাবি দাওয়া, সু্যোগ সুবিধার জন্য লড়াই চালিয়ে যাব কারন রাজ্যের প্রানী সম্পদ বিকাশের মূল ভিত এঁরাই। এঁদের জীবন জীবিকা নিশ্চিত হলে প্রানী সম্পদ বিকাশের পথও সুগম হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১১-১২জানুয়ারি এই দুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ড: শিবাজী ভট্টাচার্য। প্রায় ৬০০জন প্রানী চিকিৎসকের উপস্থিতিতে একটি বর্নাঢ্য শোভাযাত্রাও এদিন সংলগ্ন এলাকা প্রদিক্ষন করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের দ্বিতীয় দিন চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা সভার পাশাপাশি একটি রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে দিয়ে সংগঠনের আগামী কর্ম পদ্ধতি ও আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলে জানা গেছে। 

RELATED ARTICLES

Most Popular