Homeএখন খবরএসএসসির মাধ্যমে ২০২০ সালে কেন্দ্রীয় সরকার ১লক্ষ ৪০হাজার পদে নিয়োগ করবেন

এসএসসির মাধ্যমে ২০২০ সালে কেন্দ্রীয় সরকার ১লক্ষ ৪০হাজার পদে নিয়োগ করবেন

নিয়োগ সংক্রান্ত খবরে নিয়মিত চোখ রাখুন 

নিজস্ব সংবাদদাতা: শিক্ষিত বেকার তরুন তরুনীদের জন্য বড় সুখবর এবছর। এক লপ্তে পূরন করতে চলেছে ১লক্ষ ৪০ হাজার পদ।  স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান ব্রজরাজ শর্মা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন যে, এসএসসি ২০২১ সালের মার্চ মাসে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় / বিভাগ এবং অফিসগুলির জন্য গ্রুপ-বি এবং সি-তে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার শূন্যপদ পূরণ করবে। চেয়ারম্যান আরও বলেছেন  গেজেটেড এবং নন-গেজেটেড উভয় পদই নন-টেকনিকাল ছাড়াও পর্যায়ক্রমে পূরণ করা হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২০১৯-২০২০ আর্থিক বছরে কমিশন ইতিমধ্যে ভারত সরকারের কাছে ১৪,৬১১জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে যাদের মার্চের মধ্যেই নিয়োগ সম্পন্ন হবে বা হয়ে গেছে। এরপর কমিশন ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় / বিভাগ / অফিসগুলিতে প্রায় ৮৫হাজার অতিরিক্ত পদ পূরণের ফলাফল ঘোষণা করতে চলেছে যাঁদের নিয়োগ ২০২০সালের জুন মাসের মধ্যে হয়ে যাবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শর্মা আরও  বলেছেন যে ২০০০-২১ অর্থবছরের (অর্থাৎ  জুলাই -২০ থেকে মার্চ -২০২১) বাকি ৪০,০০০ শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন  উত্তর পূর্ব অঞ্চলের কেন্দ্রীয় উন্নয়ন প্রতিমন্ত্রী (আই / সি), প্রধানমন্ত্রীর কার্যালয়, কর্মচারী, জনসাধারণের অভিযোগ ও পেনশন, পরমাণু শক্তি ও মহাকাশ ইত্যাদি বিভাগের সঙ্গে বৈঠকে করার পর কোন কোন জায়গায় নিয়োগ হবে তার বিবরনও দিয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্টাফ সিলেকশন কমিশন কর্তৃক নিয়োগ প্রক্রিয়ার সেই বিভাগ গুলি হল,
১, ভারতীয় নিরীক্ষা ও হিসাব বিভাগে গ্রুপ-বি (গেজেটেড) পদসমূহ।
২,ভারত-সরকারের বিভিন্ন মন্ত্রণালয় / বিভাগ / অফিসগুলির জন্য গ্রুপ-বি (অ-গেজেটেড) পদসমূহ।
৩,ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় / বিভাগ / দফতরের জন্য গ্রুপ-সি (নন-টেকনিক্যাল) পদসমূহ।
দ্য খড়গপুর পোষ্টের পক্ষ থেকে অনুরোধ এসএসসির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন । আমরাও সময়ান্তরে এই কর্মখালি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করব।  

RELATED ARTICLES

Most Popular