নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর চুক্তিভিত্তিক দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ করা হবে’ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল দ্য ডেফনেস’-এর (এনপিপিসিডি) অধীনে অডিয়োলজিস্ট এবং বধির শিশুদের ইনস্ট্রাক্টর পদে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ৯ মার্চ মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১) অডিয়োলজিস্ট :-
শূন্যপদ- দুটি পদে নিয়োগ করা হবে। ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে পোস্টিং হবে।
বেতন- মাসিক বেতন ২৫,০০০ টাকা।
বয়সসীমা- ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ২২ এবং সর্বোচ্চ বয়স ৪০ হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এসসি (স্পিচ অ্যান্ড হিয়ারিং) বা অডিয়োলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে স্নাতক হতে হবে।
২) বধির শিশুদের ইনস্ট্রাক্টর :-
শূন্যপদ- একটি পদে নিয়োগ করা হবে। উত্তর ২৪ পরগনায় পোস্টিং হবে।
বেতন- পূর্ব উল্লেখিত
বয়সসীমা- ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৯ এবং সর্বোচ্চ বয়স ৪০ হতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা- স্পেশাল এডুকেশনে (এইচআই) ডি.এড বা ‘আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন’-এ (এইচআই) ডিপ্লোমা বা স্পেশাল এডুকেশনে বি.এড (এইচআই) থাকতে হবে।
‘ন্যাশনাল হেলশ মিশন’-এর আওতায় যাঁরা একই পদে কাজ করছেন, তাঁদের বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় মিলবে।
গুরুত্বপূর্ণ তারিখ :-
১) রেজিস্ট্রেশনের শেষ তারিখ : আগামী ৪ মার্চ মধ্যরাত পর্যন্ত।
২) অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ : আগামী ৬ মার্চ পর্যন্ত (ব্যাঙ্কের সময়)।
৩) পুরো ফর্ম দেওয়ার শেষ তারিখ : আগামী ৯ মার্চ মধ্যরাত পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া:-
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট গিয়ে নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদন করতে হবে। অনলাইনে আবদন জমা দিতে হবে প্রার্থীদের।
আবেদন ফি:-
অনলাইন বা অফলাইন মোডে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অফলাইনে ইউইনাইটেড ব্যাঙ্ক ইন্ডিয়ার (ইউবিআই) শাখায় চালান জমা দিতে হবে।
ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করুন শীঘ্রই।