ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সোনার দামের রেকর্ড পতনের পর শুক্রবার ফের বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় সেই সাথে সামঞ্জস্য রেখে ফের ভারতের বাজারে সোনার দর চড়ল। এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ ০.৪% বৃদ্ধির জেরে শুক্রবার ভারতে ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫২,৩৪৫ টাকা। এদিকে প্রতিদিনের মতো সোনার সাথে পাল্লা দিয়ে রূপোর দামেরও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এদিন সূচকে রূপোর দাম প্রতি কেজিতে প্রায় ১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর জেরে এদিন রুপোর দাঁড়ালো ৬৮,৫৭৯ টাকা।
শুক্রবার কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়ায় ৫১, ৩০০ টাকা৷ এদিকে ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়ায় ৫৫, ৯৫০ টাকা। শুক্রবার স্পট গোল্ড সূচকে ০.৪% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ১,৯৪৯.৮৩ ডলার। একইসাথে সূচকে ০.৬% বৃদ্ধি ফলে এদিন রুপোর দাম প্রতি আউন্সে দাঁড়িয়েছে ২৭.৩৮ ডলার। তবে শুধুমাত্র কলকাতা নয়, একই সাথে শুক্রবার দেশের অন্যান্য শহরে সোনার দামও বেশ চোখে পড়ার মতো ছিল। শুক্রবার চেন্নাইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৫, ৪৬০টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১, ৯৮০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৫, ৯৫০ টাকা।
প্রতিদিন সোনার দামের উত্থান পতনের পরিপ্রেক্ষিতে শুক্রবার কোটাক সিকিউরিটিজ-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “বিনিয়োগের প্রেক্ষিতে দিকভ্রান্ত সোনার দাম বিশেষ পড়তে দেবে না। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাবৃদ্ধি, যার জেরে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে হ্রাস টানতে বাধ্য হয়েছে অধিকাংশ দেশ। সেই সঙ্গে আমেরিকা-চিন দ্বন্দ্বের প্রভাবও সোনার দামে বড়সড় পতন রোধ করবে।”