Homeএখন খবরউমার জনসংযোগে সিঁদুরে মেঘ দেখছেন দু'পক্ষই

উমার জনসংযোগে সিঁদুরে মেঘ দেখছেন দু’পক্ষই

নিজস্ব সংবাদদাতা: কালীপুজোয় জঙ্গলমহলের ১৪টি পুজো উদ্বোধন করেছিলেন একাই। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সাংসদ ডাঃউমা সরেনের জনপ্রিয়তা নজর কেড়েছিল অনেকেরই কিন্তু জগদ্ধাত্রী পুজোতেও উমা যা করলেন তাতে ভ্রু কুঁচকে উঠছে বিরোধি দল তো বটেই এমনকি তার নিজের দলেও। কি চাইছেন উমা সেটাই বুঝে উঠতে পারছেননা অনেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবারই ঝাড়গ্রামের চিচড়ার জগদ্ধাত্রী পুজা স্থলে হাজির হয়েছিলেন প্রাক্তন সাংসদ । চিচড়া হাইস্কুল ময়দানে থেকে প্রায় হাজার পুরুষ মহিলা পুজার ঘট অানতে যান এক কিলোমিটার পায়ে হেঁটে বর্নাঢ্য শোভাযাত্রা করে। সেই শোভাযাত্রায়  হাঁটলেন উমাও । উমার সঙ্গে উপস্থিত ছিলেন  তপসিয়ার বিএমওএইচ ডাঃ কে এন মাহাত। সহ একাধিক চিকিৎসকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই শোভাযাত্রা বাড়ির বাইরে এসে দেখলেন জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি সম্প্রদায়ের সদস্যরা। এই এলাকায়  হিন্দু মুসলিম উভয়ই প্রায় অর্ধেক অর্ধেক। প্রাক্তন সাংসদকে মত বিনিময় করলেন তাঁরা। কেউ বা নিজের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে।
সাংসদ এলাকার মহিলাদের জানান তারা বহু সমস্য খুলে বলতে পারেন না। তিনি নিজে পেশায় ডাক্তার। তাই যেকোনো রকমের সমস্যার সম্মুখীন হলে তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন শ্রদ্ধাই শুভবুদ্ধির পথ। শ্রদ্ধা মানুষের মাথায় ডোপামিন নামক এক রাসায়নিক এর ক্ষরন ঘটায়। যা থেকে মানুষ ভালো ভাবতে পারে। আনন্দ অনুভব করতে পারে। তাই জঙ্গল মহল তথা দেশ মা অথবা জগদ্ধাত্রী মা উভয়ের  প্রতি শ্রদ্ধা আমাদের চিত্ত শুদ্ধি ঘটায়, মনকে প্রশস্থ করে।
যদিও বিজেপি কিংবা উমার নিজের দলের লোকেদের ভ্রু কুঁচকে যাচ্ছে। তাঁরা ভাবছেন শুধুই কি তাই ? নাকি ২০২১য়ের কথা ভেবেই নতুন করে জনসংযোগ যাত্রায় উমা?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উমা নিজে বলেছেন, ‘জঙ্গল মহলের  মানুষ আমাকে তাঁদের ভালবাসা দিয়েছেন উজাড় করে দিয়েছেন, তাঁদের আত্মীয় বানিয়েছেন সেই আত্মীয়তা থেকেই আমি তাঁদের পাশে চিরদিন থাকব। আমি নিজেও এই জঙ্গলমহলের মানুষ। আমার অনেক ঋন এঁদের কাছে। সাংসদ থাকার সময় চেষ্টা করেছি উন্নয়নের এখনও করব। সেই জন্যই বারে বারে আসা।” 

RELATED ARTICLES

Most Popular