Homeএখন খবরবাড়িতে আগুন লেগে পুড়ে ছাই দুই শিশু, বাবা-মা র অপরিনামদর্শীতার মাশুল দিল...

বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই দুই শিশু, বাবা-মা র অপরিনামদর্শীতার মাশুল দিল দুটি কচি প্রান

প্রতীকি চিত্র 

নিজস্ব সংবাদদাতা: বাবা মা র মারাত্মক অপরিনামদর্শীতার মাশুল দিল দুটি শৈশব। পরিনত হওয়ার আগেই অকালে ঝরে গেল দুটি প্রান। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা এলাকার দাসপুর থানা এলাকায়। দাসপুর থানার সদর দপ্তর থেকে ঘটনাস্থলের দুরত্ব প্রায় ২০কিলোমিটার দুরে এবং মহকুমা শহর থেকে ৩০কিলোমিটার দুরে দাসপুর-২ ব্লকের মাগুরিয়া নামের একটি প্রত্যন্ত গ্রামের এই ঘটনা যখন থানা বা মহকুমাতে এসে পৌঁছায় ততক্ষনে সব শেষ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে মৃত দুই শিশু কন্যা হল চার বছরের সুদীপা সামন্ত ও আড়াই বছর বয়সী যশোদা সামন্ত ।ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ন’টা নাগাদ যখন বাড়ির অন্য তিন সদস্য   বাবা মা এবং ঠাকুমা কেউই বাড়িতে ছিল না। বাবা তরুন সামন্ত বাড়ি থেকে কিছুটা দুরে একটি ধর্মসভায় গিয়েছিলেন অন্যদিকে মা ছিলেন প্রতিবেশির বাড়িতে। আর হতভাগ্য শিশু দুটির ঠাকুমা পাশেই কিছুটা দুরে অন্য সন্তানের বাড়িতে রাতের খাবার খেতে গেছিলেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অত্যন্ত হত দরিদ্র পরিবারের একমাত্র আয়ের উৎস দিনমজুরি। এক কামরার একটি ঝুপড়ি ঘরেই কোনমতে দিন গুজরান করত পাঁচটি সদস্য। গত দুদিন ধরে শীতের প্রকোপ আরও বেড়ে যাওয়ায় ঘরের মধ্যে উনুনের জ্বালিয়ে রাখা হয়েছিল। এছাড়া কেরোসিনের বাতি বা স্থানীয় ভাষায় কুপি জ্বলছিল। বাচ্চা দুটিকে ঘুমন্ত অবস্থায় দেখেই বাড়ির শেষ সদস্য ঠাকুমা বেরিয়ে গেছিলেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য তপন দত্ত জানান, ‘এমনিতেই গ্রামের মানুষ তাড়াতাড়ি বিছানায় চলে যায় তার ওপর দু’দিন প্রায় শৈত্য প্রবাহ চলছে। শনিবার শীত আরও চরমে উঠেছিল ফলে মানু্ষের যখন নজরে আসে তখন দাউ দাউ আগুনের গ্রাসে গোটা ঘর। আর তার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দুই শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীরা। কিন্তু ততক্ষনে সব শেষ। ঘটনায় কার্যত শ্মশানের স্তব্ধতা পুরো গ্রামে।

RELATED ARTICLES

Most Popular