নিজস্ব সংবাদদাতা, শালবনী :- শুক্রবারের পর সোমবার সকালে ফের এক হাতির মৃতদেহ পাওয়া গেল জঙ্গলমহলে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকার পিড়াকাটা সংলগ্ন বাঁদি গ্রাম সংলগ্ন জঙ্গলে পাওয়া গেছে এই দাঁতালের দেহটি। এলাকাটি আবার ঝাড়গ্রাম জেলার বনদপ্তরের লালগড় রেঞ্জের অন্তর্গত।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বনদপ্তরের আধিকারিকরা।
স্থানীয়রা জানিয়েছেন, শালবনীর ভীমপুর সহ ওই এলাকার জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই ৩০-৪০ টি হাতির একটি পাল দাপিয়ে বেড়াচ্ছে। রাত্রি হলেই খাবারের সন্ধানে বেরিয়ে এলাকায় মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। রবিবার রাতেও খাবারের সন্ধানে বেরিয়েছিল জঙ্গল লাগোয়া বাঁদির মাঠে। তারপর দিন সকালে স্থানীয়রা কৃষিকাজের জন্য মাঠে গেলে দেখেন একটি পূর্ণ বয়স্ক হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে।
এই খবর জানাজানি হতেই এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে আছে তেমনই মৃত হাতিটিকে দেখতে ভীড় জমে যায় এলাকায়। খবর যায় ববনদপ্তরে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের আধিকারিকরা। সরকারী নির্দেশিকা মেনে মৃত হাতিটিকে পলিথিন দিয়ে ঢেকে দেন বন আধিকারিকরা। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কি কারনে হাতির এই মৃত্য তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারন বোঝা যাবে।
উল্লেখ্য শুক্রবার সকালে গোয়ালতোড় থানার তমাল নদীতে পাওয়া গিয়েছিল একটি হস্তি শাবকের দেহ। বনদপ্তর জানিয়েছিল রাতে দলের সাথে নদী পেরুতে গিয়েই ভেসে গেছিল শাবকটি। গত কয়েকদিন আগে প্রবল বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারনে টইটম্বুর হয়েছিল নদী ফলে হাতির দল নদীর গভীরতা বুঝতে পারেনি।