Homeআন্তর্জাতিকহাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল খারাপ হবে, ভারতকে হুমকি , মোদির প্রিয়...

হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল খারাপ হবে, ভারতকে হুমকি , মোদির প্রিয় ট্রাম্পয়ের, পাল্টা রাহুল

নিজস্ব সংবাদদাতা: কয়েক’শ কোটি টাকা খরচ লালকার্পেট বিছিয়ে মাস কয়েক আগেই ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই জন্য সাজানো হয়েছিল গুজরাটের স্টেডিয়াম। তাঁরই চোখ থেকে ভারতের দারিদ্রকে আড়াল করার জন্য তাঁর যাত্রাপথের ধারে প্রাচীর তুলে ঢেকে দেওয়া হয়েছিল গুজরাটের বস্তি। ট্র্যম্পের নাকে যাতে যমুনার দুর্গন্ধ না পৌঁছায় তার জন্য যমুনার খাত দিয়ে বইয়ে দেওয়া হয়েছিল স্বচ্ছ জল। কিন্তু ভবি যে তাতে ভোলেনি তা প্রমান করে দিল। করোনা মোকাবিলায় ভারত আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন না সরবরাহ করলে তার ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে  করোনার ভরকেন্দ্র আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ পেরিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইন বা তার উপাদান বিদেশে রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। নয়াদিল্লির এই সিদ্ধান্ত নিয়ে সোমবার কার্যত হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও, মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, করোনায় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত ও প্রতিবেশী দেশগুলিতে প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করবে ভারত।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘‘আমি অবাক হব যদি উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) এই সিদ্ধান্ত নেন, আপনারা জানেন। কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভাল।’’ এর পরই ট্রাম্প বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রফতানিতে নিষেধাজ্ঞা চাপানো হলে প্রত্যাঘাত হবে।’’ একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন, ‘‘আমি এই সিদ্ধান্তটা পছন্দ করছি না। এটা ওঁর সিদ্ধান্ত বলেও শুনিনি। আমি এটা জানি যে কিছু দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি গতকালই তাঁর সঙ্গে কথা বলেছি। দু’জনের মধ্যে খুব ভাল আলোচনাও হয়েছে। এটা ওঁর সিদ্ধান্ত ছিল কি না দেখব। বহু বছর ধরেই ওরা (ভারত) বাণিজ্যক্ষেত্রে আমেরিকার থেকে সুবিধা পেয়েছে।’’

মাত্র কয়েকঘন্টা আগেই করোনা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনা হয় মোদীর। সেই প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমি অবাক হব এটা যদি তাঁর সিদ্ধান্ত হয়। তাঁর এই সিদ্ধান্তের কথা আমাকে জানানো উচিত ছিল। আমি তাঁকে বলেছি, আমরা আপনার প্রশংসা করব, যদি তিনি আমাদের ওষুধপত্র ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেন।’’ এর পরই হুমকির সুরে ট্রাম্প বলেন, ‘‘যদি তাঁরা সরবরাহের অনুমতি না দেন তা হলে ঠিক আছে। তার ফলও ভুগতে হবে।’’
উল্লেখ্য করোনা আক্রান্তদের চিকিৎসায় নিযুক্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দেয় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-ও।

যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশমন্ত্রক জানিয়েছে, খুব বিপদে পড়া দেশগুলোকে কিছু হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যেতে পারে।
অন্য দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগে নিজের দেশের কথা ভাবতে হবে। হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তরজার মধ্যে এমনই বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগে দেশের মানুষের কাছে ওষুধ পৌঁছে দিতে হবে। তার পর অন্য দেশকে  সাহায্য করার কথা ভাবা যাবে।

RELATED ARTICLES

Most Popular