Homeআন্তর্জাতিকTragic Fire: করোনা হাসপাতালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা! আগুনে পুড়ে ও দমবন্ধ...

Tragic Fire: করোনা হাসপাতালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা! আগুনে পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু ৯২জন করোনা রোগীর

নিজস্ব সংবাদদাতা: করোনা অতিমারির প্রাদুর্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকি ভারতও তার ব্যতিক্রম নয়। গত বছর আগস্ট মাস থেকে এবছরের জুন মাস অবধি ভারতেই ২৪টি করোনা হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে যাতে মোট ৯৩জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচয়ে বড় ঘটনাটি ঘটেছিল গুজরাটে যেখানে ২জন নার্স ও ১৬জন করোনা রুগীর মৃত্যু হয়েছিল। কিন্তু সে সবকে ছাড়িয়ে গেল বুধবার ইরাকের এক দুর্ভাগ্যজনক ঘটনা। শুধু এই একটি ঘটনাতেই পুড়ে ছাই হয়ে গেলেন ৯২জন করোনা রুগী।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইরাকের নাসিরিয়া শহরের একটি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন লাগার পর। যেখানে শুধু ৯২জন রোগীর মৃত্যুই হয়নি, সাথে আহত হয়েছেন শতাধিক মানুষ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আগুন লাগার জেরে হাসপাতালের ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দমবন্ধ হয়েই অধিকাংশের মৃত্যু হয় বলে জানা গিয়েছে অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের ফলেই আগুন লেগেছে বলে দমকলবাহিনীর প্রাথমিক অনুমান।

ওই হাসপাতালে করোনা ওয়ার্ড খুব বেশিদিন হয়নি খোলা হয়েছে ৷ মাত্র তিন মাস আগেই ঘটা করে কোভিড ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছিল ৷ অল্প কয়েকদিনের মধ্যেই ঘটে গেল এই মারাত্মক দুর্ঘটনা ৷ মঙ্গলবার হাসপাতালের সামনে দেখা যায় উপচে পড়া স্বজন হারানো শোকার্ত মানুষের ভিড় ৷ অনেককেই নিজের প্রিয়জনের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে দেখা যায় ৷  হাসপাতালটির ডিরেক্টরের পাশাপাশি নাসিরিয়ার স্বাস্থ্য বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগের মুখ্য আধিকারিককেও  অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফ আল-কাদেমি ৷

জানা গেছে আগুন লাগার সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আইসোলেশন ওয়ার্ড। হাসপাতালের কর্মীরা দ্রুত রোগীদের বের করার চেষ্টা করেন। কোনও কোনও রোগী নিজেই বের হন। অক্সিজেনের অভাবেই অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকাতেও। বাড়ি ঘর থেকে ছুটে বেরিয়ে আসতে ও আতঙ্কে দৌড়াদৌড়ি করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।

RELATED ARTICLES

Most Popular