নিউজ ডেস্ক, শিলিগুড়ি: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনে এবার উত্তরবঙ্গে অশান্তির পরিবেশ গড়ে তোলা হতে পারে। দলত্যাগী প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার শিলিগুড়িতে পৌঁছে এই আশঙ্কা প্রকাশ করেন।এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে শুভেন্দু বিজেপির কার্যালয়ে বলেন, ‘খেলা হবে, ভয়ংকর খেলা হবে, এসব তো উস্কানিমূলক কথাবার্তা। এর থেকেই স্পষ্ট, তৃণমূল কী করতে চাইছে। তবে আমরা বলছি, খেলা হবে, তৃণমূলকে ফেলা হবে।
এদিন খেলা হবে, জয় বাংলা স্লোগান প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘তৃণমূল রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছে। তাইতো বাংলাদেশের স্লোগান এই দেশে দিচ্ছে। মানুষও বুঝে গিয়েছে। লোকসভা নির্বাচনের পুনরাবৃত্তি বিধানসভা ভোটেও হবে।’
১৯-এর ভোটে উত্তরবঙ্গে ৮টি আসনের মধ্যে বিজেপি ৭টি দখল করেছিল। বিধানসভা নির্বাচনে ৫৪টি কেন্দ্রের মধ্যে বিজেপি কয়টা দখল করবে এই সংক্রান্ত প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও শুভেন্দু বলেন, ‘লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ রাজ্যকে পথ দেখিয়েছিল। বিধানসভা ভোটেও এর ব্যতিক্রম ঘটবে না।’ শুভেন্দু বলেন, ‘একটা সরকারের কর্মসংস্থান নিয়ে কোনও পরিকল্পনা নেই। ১০ বছর ধরে শুধু কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে গেল। মুখে উন্নয়নের কথা বলা হচ্ছে। কিন্তু তার কোনও হিসাব দিতে পারছে না।’
শিলিগুড়িতে আসার আগে শুভেন্দু এদিন আলিপুরদুয়ারের বাবুরহাটের জনসভায় শামিল হন। সেখানে আগাগোড়াই তিনি তৃণমূল শিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন। সন্ধ্যায় ফালাকাটায় মিল রোড থেকে ধূপগুড়ি মোড় পর্যন্ত বিজেপির রোড শোতে হাজার হাজার মানুষ শামিল হয়। ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফালাকাটার মিল রোডের মাঠে সভা করেন। বিজেপি পালটা সভা করতে পারেনি। তাই এদিন পরিবর্তন যাত্রা কর্মসূচিতে তাঁরা ফালাকাটাকে বাড়তি গুরুত্ব দেয়। বাবুরহাটের সভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিজেপির রথ ফালাকাটায় পৌঁছোয়। রথ মিল রোড চৌপথিতে পৌঁছোতেই রোড শো শুরু হয়। সেখান থেকে নতুন চৌপথি হয়ে সন্ধ্যা ৭টা নাগাদ রথ ধূপগুড়ি মোড়ে পৌঁছোয়।