Homeএখন খবরএবারে অ্যান্ড্রয়েড Xstream বক্সের সঙ্গে পাবেন OTT সাবস্ক্রিপশন, গ্রাহকদের জন্য এয়ারটেলের বিশেষ...

এবারে অ্যান্ড্রয়েড Xstream বক্সের সঙ্গে পাবেন OTT সাবস্ক্রিপশন, গ্রাহকদের জন্য এয়ারটেলের বিশেষ উপহার

টেক ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিভিন্ন টেলিকম সংস্থাগুলো দুর্দান্ত সব অফার নিয়ে হাজির হয়, তবে এবার ভারতী এয়ারটেল ডিজিটাল টিভি গ্রাহকদের আকর্ষিত করার জন্য অ্যান্ড্রয়েড টিভির Xstream বক্সের সাথে OTT সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। আপাতত দুটি জনপ্রিয় ভেরিয়েন্টে এয়ারটেল এক্সট্রিম বক্স মার্কেটে উপলব্ধ। একটি Airtel Xstreme Box Premium ও অন্যটি Airtel Xstreme Box Basic । নতুন প্ল্যান ঘোষণার পর OTT সাবস্ক্রিপশন সহ এক্সট্রিম বক্স প্রিমিয়ামের মূল্য হবে ২,৩৯৯ টাকা। এছাড়া কোম্পানি অনলাইন থেকে সেট টপ বক্স কিনলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড়ও মিলবে।

জেনে নিন এ সম্পর্কে বিস্তারিত

Airtel Xstreme Box Premium:
এয়ারটেল এক্সট্রিম বক্স প্রিমিয়াম প্ল্যানটি গ্রাহকরা ৪৮৯৮ টাকা দিয়ে কিনতে পারবেন এবং এতে প্রচুর ধরনের সুযোগ-সুবিধা পাবেন তারা। এই প্ল্যান কিনলে একটি এয়ারটেল এক্সট্রিম সেট টপ বক্স পেয়ে যাবেন গ্রাহকরা। সেইসাথে ৭ দিনের জন্য ৪৬২ টাকা মূল্যের চ্যানেল প্যাক পাওয়া যাবে। সাত দিনের মেয়াদ শেষ হয়ে গেলে গ্রাহকরা তাদের ইচ্ছামতো চ্যানেল প্যাক নিতে পারবেন। এছাড়া OTT সাবস্ক্রিপশন প্যাক হিসেবে ৯৯৯ টাকার অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন, ৯৯৯ টাকার Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ৯৯৯ টাকার Disney+hotstar সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।

এছাড়াও এক বছরের জন্য ১,২৯৯ টাকার এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সব ধরনের সাবস্ক্রিপশন প্যাক মিলিয়ে হিসাব করতে গেলে দেখা যাবে গ্রাহকদের মোট ৩,৬৯৬ টাকা খরচ হবে। কিন্তু সেই জায়গায় এই এয়ারটেল এক্সট্রিম বক্স প্রিমিয়াম প্ল্যান মিলে গ্রাহকদের মাত্র ২,৩৯৯ টাকা খরচ হচ্ছে।

Airtel Xstreme Box Basic:
এয়ারটেলের এই এক্সট্রিম বক্স বেসিক প্ল্যান বেশ অনেকদিন ধরেই প্রচলিত। এই প্ল্যানে একজন নতুন গ্রাহক ২,৪৯৯ টাকায় এয়ারটেল এক্সট্রিম বক্স ও সেই সাথে এক বছরের জন্য এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
এছাড়াও গ্রাহকরা ১৬৯৯ টাকার একটি OTT সাবস্ক্রিপশন প্যাক নির্বাচন করতে পারেন, যার মাধ্যমে গ্রাহকরা এক বছরের জন্য Disney+hotstar VIP, Zee5 প্রিমিয়াম ও এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। কিন্তু এই বেসিক প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। অনলাইনে এই প্ল্যান কিনলে গ্রাহকরা অতিরিক্ত ১০% ছাড় পাবেন।

RELATED ARTICLES

Most Popular