Homeএখন খবরএবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অমিত শাহ, আপাতত এইমস-এ চিকিৎসাধীন স্বরাষ্ট্র মন্ত্রী

এবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অমিত শাহ, আপাতত এইমস-এ চিকিৎসাধীন স্বরাষ্ট্র মন্ত্রী

ওয়েব ডেস্ক : কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপাতত তিনি অবশ্য করোনামুক্ত। সে কারণে দিন কয়েক আগেই থেকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বুকে ইনফেকশন নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি। আপাতত সেইখানেই চিকিৎসাধীন। তবে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে আপাতত তিনি বিপদমুক্ত। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে৷

জানা গিয়েছে, হাসপাতাল থেকে ফেরার পরই তিনি বুকে ব্যাথায় ভুগছিলেন। যেহেতু কিছুদিন আগেই তিনি করোনায় আক্রান্ত ছিলেন সেকারণে প্রথম অবস্থায় মনে করা হয়েছিল, করোনার কারণেই ফের অসুস্থ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। এরপরি সোমবার দিল্লির এইমস-এ অমিত শাহের সিটি স্ক্যান করা হয়। তাতে দেখা যায় যে তাঁর বুকে ইনফেকশন হয়েছে। এরপরই চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অমিত শাহের শারীরিক অবস্থা সম্পর্কে এইমস হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে এইমসের অধিকর্তা ও চেস্ট স্পেশালিস্ট ডা. রণদীপ গুলেরিয়ার অধীনে চিকিৎসাধীন রয়েছেন অমিত শাহ। আগামী ২৪ ঘণ্টা তাঁর উপর পর্যবেক্ষণ চালানো হবে।

প্রসঙ্গত, সপ্তাহ খানেক করোনা আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার বিকেলেই নিজেই করোনামুক্ত হওয়ার খবর টুইট করে জানান অমিত শাহ। টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সময় আমার এবং আমার পরিবারের পাশে থেকে যাঁরা নিয়মিত সাহস জুগিয়েছেন। আমার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন। তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আপাতত চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন হোম আইসোলেশনে থাকব।’’

RELATED ARTICLES

Most Popular