Homeএখন খবরঅতিমারির মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধের কোনও প্রশ্নই নেই!মামলাকারীকে ১ লক্ষ...

অতিমারির মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধের কোনও প্রশ্নই নেই!মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানা দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ।

নিউজ ডেস্ক:‘সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য, প্রকল্প বন্ধ নয়’, বলল দিল্লি হাই কোর্ট;জরিমানা করা হল মামলাকারীকে। বর্তমান করোনা পরিস্থিতিতে নয়া সংসদ ভবন অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালু রাখা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

তবে দিল্লি হাইকোর্ট কিন্তু সেই প্রকল্প চালিয়ে যাওয়ার কথাই বলল। দিল্লির উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ‘সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য প্রকল্প’, তা থামানো যাবে না। ওই প্রকল্পের বিরুদ্ধে দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিতে এ কথা বলেছেন বিচারপতিরা।

এমনকি মামলাকারীকে জরিমানাও করা হয়েছে।সোমবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডিএন পটেল এবং বিচারপতি জ্যোতি সিংহের ডিভিশন বেঞ্চে উঠেছিল ওই মামলাটি।

আদালত তার প্রেক্ষিতে জানিয়েছে,’অতিমারির মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধের কোনও প্রশ্নই নেই।’ আদালত জোরের সঙ্গেই জানিয়েছে, চুক্তি অনুযায়ী, নভেম্বরের মধ্যেই ওই প্রকল্পের কাজ শেষ করার কথা ঠিকাদারি সংস্থা সাপুরজি-পালোনজির এবং ওই প্রকল্পের কাজ চলা উচিত।

প্রসঙ্গত,আদালত ওই প্রকল্পের উপর স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। ওই আবেদন ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা।

দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানাও করেছে।

RELATED ARTICLES

Most Popular