Homeদক্ষিণবঙ্গউত্তর ২৪পরগনাকরোনা পরিস্থিতি ভয়াবহ, পুনরায় উত্তর ২৪ পরগণা জেলায় লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের

করোনা পরিস্থিতি ভয়াবহ, পুনরায় উত্তর ২৪ পরগণা জেলায় লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের

ওয়েব ডেস্ক: করোনা সংক্রমণে ক্রমশই কাবু হচ্ছে রাজ্যের বেশ কয়েকটি জেলা। কলকাতা, হাওড়ার পরই বর্তমানে উত্তর ২৪ পরগণা জেলায় ক্রমশই করোনা থাবা বসাচ্ছে৷ ফলে করোনা ঠেকাতে আবার লকডাউনের পথে হাঁটতে চলেছে প্রশাসনের। গত কয়েকদিনের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। এর জেরে বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলায় পুরোপুরি লকডাউনের প্রস্তাব নবান্নে পাঠিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক ।

জানা গিয়েছে, মহকুমা এবং কমিশনারেট মিলিয়ে উত্তর ২৪ পরগণার মোট ৫টি জায়গা চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে বারাকপুর,বনগাঁ,বসিরহাট, বারসাত এবং বিধাননগর। আপাতত জেলা শাসকের তরফে ১৪ দিনের লকডাউনের প্রস্তাবই নবান্নে পাঠানো হয়েছে তবে ১০ দিন পর ফের পুনর্বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে জানা গিয়েছে, আগের মতো এবার আচমকাই লকডাউন ঘোষণা করা হবে না। সাধারণ মানুষের সুবিধার্থে দু’দিন সময় দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ৪৮ ঘণ্টা পর থেকে ফের কড়া লকডাউনের নিয়ম লাগু হবে উত্তর ২৪ পরগনায়। জারি থাকবে ১৪ দিন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

প্রস্তাবে জেলা শাসকের তরফে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে, অফিস, ব্যাঙ্ক প্রভৃতি ক্ষেত্রে কর্মীর উপস্থিতির হার ২০% থাকতে হবে।আগের মতই জরুরী পরিষেবা চালু থাকবে ।
ধর্মীয় স্থান পুরোপুরি বন্ধ করে দিতে হবে।
সমস্ত শপিং মল,রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। বাস,টোটো এবং অটো পুরোপুরি বন্ধ করে দিতে হবে। যারা বাইরে যাবেন তাদের মাস্ক পরা এবং সোশ্যাল ডিসট্যান্স বাধ্যতামূলক। বিমান চলাচল বন্ধ করে দেওয়ার প্রস্তাব। দুধ, মাংস, মুদি দোকান, সবজি বাজার আগের মতই খোলা থাকবে।

বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলায় এই মারণ ভাইরাসে সংক্রমিত ৩,৯৪১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৮১ জন। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও কম নয়। এখনও পর্যন্ত এই জেলায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। এখনও পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১,৫১৩ জন। সোমবার আক্রান্ত হয়েছেন ৪৫ জন।

RELATED ARTICLES

Most Popular