নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ এবার আছড়ে পড়ল জলপাইগুড়ি শহরেও। গত কয়েকদিনের মধ্যে শহরে অন্তত ১০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জলপাইগুড়ি পুরসভার আধিকারিকরা। শুক্রবার শহরে নতুন করে দুজন করোনা পজিটিভ হয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সৈকত চ্যাটার্জি জানান, পুরসভার ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৭ মার্চ জলপাইগুড়ি শহরে একইদিনে মোট চারজন করোনা পজিটিভ হয়েছেন। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য দপ্তর ও পুরসভার আধিকারিকরা।
সৈকত চ্যাটার্জি বলেন, ভারতবর্ষে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মহারাষ্ট্রে হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শচীন তেন্ডুলকর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এজন্য সকলকে সচেতন ও সতর্কভাবে চলার আবেদন জানান তিনি। বলেন, সামনে যেহেতু নির্বাচন রয়েছে, তাই প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা উচিৎ। সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ জানান তিনি। বলেন, নির্বাচনের মধ্যে যদি সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হয়, তাহলে অন্তত স্যানিটাইজার এবং সাবান দিয়ে বারবার হাত ধোয়া ও মাস্ক পড়ে চলতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৮১ হাজার ৪৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ১৩১ জন। করোনার নতুন প্রজাতির জন্যই সংক্রমণ এ রকম আকার নিচ্ছে বলে সম্প্রতি মত প্রকাশ করেছিলেন দিল্লি এমসের প্রধান রণদীপ গুলেরিয়া।