নিউজ ডেস্ক: দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের গতি নিয়ন্ত্রণে আসছে। ৭৩ দিন পরে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮ লক্ষেরও কম হয়েছে এবং ৫৮ দিন পরে মৃত্যুর সংখ্যা একদিনে ২ হাজারেরও নীচে নেমেছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৬২,৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৫৮৭ জন আক্রান্ত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার,৮৮,৯৭৭ জন মানুষও করোনামুক্ত হয়েছেন। এর আগে বুধবার ৬৭,২০৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন।
দেশে টানা ৩৬ তম দিনে করোনার ভাইরাসের নতুন আক্রান্ত রোগীর চেয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। ১৮ ই জুন অবধি সারা দেশে ২৬ কোটি ৮৯ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। শেষ দিনে ৩২ লক্ষ ৫৯ হাজার করোনা টিকা দেওয়া হয়েছিল। একই সময়ে, এখনও পর্যন্ত প্রায় ৩৮ কোটি ৭১ লক্ষ করোনার পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার প্রায় ১৯ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে, যার পজিটিভিটি রেট ৪ শতাংশের বেশি।
একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি-
মোট করোনায় আক্রান্তে – ৩ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ ।
মোট করোনার পরীক্ষা – ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭ ।
মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা – ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন।
মোট মৃত্যু- ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জন।
দেশে করোনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ এবং সুস্থতার হার ৯৬ শতাংশের কাছাকাছি।
একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি রাজ্যের করোনার পরিস্থিতি
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের।অন্যদিকে,এখনও দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪৩১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।আর কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন এবং মৃতের সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৭ শতাংশ।
বৃহস্পতিবার মহারাষ্ট্রে, করোনায় ৯,৮৩০ জন আক্রান্ত হয়েছেন। এরপর সংক্রামিত ব্যক্তিদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৪৪,৭১০-এ দাঁড়িয়েছে, যেখানে একদিনে ২৩৬ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৬,০২৬ ।
বিহারে , গত ২৪ ঘন্টায় মধ্যে ৪ জন করোনার সংক্রমণের কারণে মারা গিয়েছেন, তারপরে করোনা সংক্রমণের কারণে মৃতের সংখ্যা রাজ্যে এখন পর্যন্ত ৯৫২৭ হয়ে দাঁড়িয়েছে।