Homeএখন খবরফের উচ্চমাধ্যমিকের সূচী বদল, জুনে নয় জুলাইতে হবে পরিক্ষা

ফের উচ্চমাধ্যমিকের সূচী বদল, জুনে নয় জুলাইতে হবে পরিক্ষা

Image Credit ‘indiaতিতলী সেনগুপ্ত : ২৯ শে জুন হচ্ছে না উচ্চমাধ্যমিক, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরিবর্তে নির্দিষ্ট নিয়ম মেনে ২, ৬ ও ৮ ই জুলাই বাকি পরিক্ষাগুলি হবে।

গত ২৪ শে মার্চ লকডাউন ঘোষণা করার পর কেটে গিয়েছে প্রায় ৬৭ দিন। সে সময় রাজ্যে চলছিল উচ্চমাধ্যমিক পরিক্ষা। কিন্তু করনা পরিস্থিতিতে আগাম সতর্কতা নিয়ে রাজ্যের তরফে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ফলে বন্ধ হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিকের শেষ ৩টি পরিক্ষা। সে সময় শিক্ষা দফতর থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি শিথিল হলে বাকি পরিক্ষাগুলি সম্পন্ন করা হবে।

ফলে গত কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরিক্ষাগুলির দিনক্ষন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে অনুযায়ী আগামী ২৯ শে জুন, ২ ও ৬ জুলাই বাকি পরিক্ষাগুলি হওয়ার কথা ছিল। কিন্তু এরই মাঝে আনলক ১ এর কন্টেইনমেন্ট জোনগুলিতে ৩০ শে জুন অবধি লকডাউন ঘোষণা করা হয়। এর জেরে কন্টেইনমেন্ট জোনের শিক্ষক ও পরিক্ষার্থীদের মধ্যে দিনবদলের দাবি ওঠে। ফলে পরিক্ষা নিয়ে বেশ উৎকন্ঠার মধ্যে পরতে হয় রাজ্যকে।

এরপর বিষয়টি বিবেচনা করে মঙ্গলবার ফের উচ্চমাধ্যমিকের সূচি বদল করে ২৯শে জুন, ২ ও ৩ জুলাইয়ের পরিবর্তে ২, ৬ ও ৮ জুলাই পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিকে দীর্ঘ ২ মাসের লকডাউন কাটিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে রাজ্য। কিন্তু প্রতিদিনই রাজ্যে বেড়ে চলেছে করনা আক্রান্তের সংখ্যা। ভীন রাজ্য থেকে ঘরে ফিরছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। ফলে যারা ফিরছেন তাদের বেশিরভাগকেই জেলার বিভিন্ন স্কুলগুলিতে রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে। ফলে এই মূহুর্তে রাজ্যের বেশিরভাগ স্কুলগুলিই কোয়ারেন্টাইন সেন্টার।

তার ওপর রাস্তায় পর্যাপ্ত পরিমাণে নেই বাস, চলছে না ট্রেন। এই অবস্থায় পরিক্ষার্থীরা কতটা নিরাপদে পরিক্ষা দিতে পারবে তা নিয়ে চলছিল চাপা উত্তেজনা। ফলে শিক্ষা দফতরের পুরনো সূচীতে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিলেন শিক্ষক-পরিক্ষার্থীরা। তবে এদিন শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় অনেকটাই স্বস্তিতে পরিক্ষার্থীরা।

RELATED ARTICLES

Most Popular