Homeএখন খবরদেশে দৈনিক মৃত্যুর নিরিখে সর্বকালীন রেকর্ড করোনার; স্বস্তি দিচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা

দেশে দৈনিক মৃত্যুর নিরিখে সর্বকালীন রেকর্ড করোনার; স্বস্তি দিচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক: ভারতে করোনা ভাইরাস দ্বিতীয় তরঙ্গে মৃত্যুর ঘটনা  ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং গত ২৪ ঘন্টায় করোনার ২.৬৩ লক্ষ নতুন কেস এসেছে, যেখানে সোমবার ২.৮১ লক্ষ নতুন কেস এসেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে কোভিড -১৯ এ নতুন করে আক্রান্তের সংখ্যা কমলেও, মৃতের সংখ্যা উদ্বেগজনক এবং গত ২৪ ঘন্টার মধ্যে ৪,৩২৯ জন মারা গেছেন, মহামারীর সূচনার পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যা । এর আগে ১২ মে, সর্বাধিক সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং ৪,২০৫ রোগী প্রাণ হারিয়েছিলেন। গত ২৪ ঘন্টার মধ্যে ভারতে করোনা ভাইরাসে ২ লক্ষ ৬৩ হাজার ৫৫৩ জন সংক্রামিত হয়েছেন, আর এই সময়ে ৪,৩২৯ জন মারা গেছেন।

বর্তমান করোনা পরিস্থিতি দেশ জুড়ে

মোট কেস –  ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ ।

মোট সুস্থ হয়েছেন –  ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ ।

মোট মৃত্যু-  ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন।

মোট সক্রিয়  কেস – ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ টি।

মোট টিকা দেওয়া হয়েছে –  ১৮ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ১৪৯ জনকে।

এমতাবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারই নয়টি রাজ্যের ৪৬ টি জেলার সংগ্রাহক এবং চন্ডীগড়ের প্রশাসকের সাথে কথা বলবেন, এই সময় সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী কথা বলবেন। জেলাগুলিতে করোনার পরিস্থিতি কীরূপ এবং কীভাবে এটি প্রতিরোধ করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে।

মঙ্গলবার এই কনফারেন্সে তামিলনাড়ু, কর্ণাটক, আসাম, গোয়া, হিমাচল প্রদেশ, দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে, ২০ মে প্রধানমন্ত্রী মোদী দেশের ১০ টি রাজ্যের ৫৪ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করবেন।

গত দিনে সারাদেশে ৫০ জন চিকিৎসক মারা গেছেন। দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিযুক্ত ২৬ বছর বয়সী জুনিয়র আবাসিক চিকিৎসক আনাস মুজাহিদ এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলা হচ্ছে যে, করোনায় আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা যান। তথ্য অনুসারে, করোনার এই দ্বিতীয় তরঙ্গে ২৪৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন এবং এই ২৪৪ চিকিৎসকের মধ্যে আনাস ছিলেন সর্বকনিষ্ঠ ডাক্তার।

অন্যদিকে,পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯,০০১ জন এবং মৃত্যু হয়েছে ১৪৭ জনের।  রাজ্যে এখন করোনার  অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৩১,৫৬০। রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,১০১ জন। সেই সঙ্গে সবমিলিয়ে মোট করোনামুক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,০৭,৪৪২। ১৭ মে-তে  সুস্থতার হার ৮৭.৪২ শতাংশ। যদিও আগের দিন সুস্থতার হার ছিল ৮৭.২০ শতাংশ। পাশাপাশি হিসেব বলছে, এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৩,৪৩১ জন।

RELATED ARTICLES

Most Popular