ওয়েব ডেস্ক: দিন দিন করোনা পরিস্থিতি ক্রমশ ঊর্ধমুখী। ফলে এই পরিস্থিতিতে এখনই নয় খুলছেনা স্কুল-কলেজ। অগাষ্টের পরেই খুলবে স্কুল এমনটাই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল। দেশে যা করোনা পরিস্থিতি,এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুললে সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তাই জুন কিংবা জুলাইতে নয় একেবারে ১৫ ই আগষ্টের পর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র। তবে স্কুল যবেই খুলুক এবার থেকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, মানতে হবে সামাজিক দূরত্বও।
করোনা রুখতে ২৪ শে মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। গত ডিসেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে বাচ্চাদের আদৌ এই বছর পরীক্ষা হবে কিনা তা নিয়েও অভিভাবকদের মধ্যেও একটা চিন্তা রয়েছে। এই পরিস্থিতিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জানান, সম্ভবত ১৫ আগস্টের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। তবে সেক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ক্ষেত্রে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে প্রথম অগ্রাধিকার পাবে গ্রীন ও অরেঞ্জ জোন গুলি। সবশেষে খোলা হবে রেডজোন। তবে সব ক্ষেত্রেই দুটি শিফটে স্কুল-কলেজগুলি খোলার চিন্তাভাবনা করা হচ্ছে।
লকডাউনের আগেই শেষ হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যে প্রায় ৯০% নম্বরও জমা পড়ে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে। তবে কবে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা? সেই প্রশ্নে মন্ত্রী রমেশ পোখরিয়াল সাফ জানান, “আগামী ১৫ অগস্টের মধ্যে সমস্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ, যে সমস্ত পরীক্ষা আগেই হয়ে গিয়েছে এবং যা এখন হচ্ছে, সেই সমস্ত পরীক্ষার রেজাল্ট।”