ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে রাজ্যের একাধিক জেলায় ক্রমশ হিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় ক্রমশ আইনশৃঙ্খলা ভেঙে পড়ার প্রতিবাদে বুধবার বিজেপির তরফে থানা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের পাড়ুই। এদিনের ঘটনার বিজেপির অভিযোগ, বুধবার বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে যোগ দিতে একে একে জড়ো হতে শুরু করলে আচমকা মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনায় অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। এদিকে ঘটনার পর পরই পুলিশে খবর দেওয়া হলেও আদতে কোনো লাভ হয়নি পর প্রায় দীর্ঘক্ষণ কেটে গেলে সেখানে পৌঁছয় পুলিশ।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে ক্রমশ আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে সেই অভিযোগে বুধবার বীরভূমের থানা অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। সে অনুযায়ী এদিন সিউড়ি – বোলপুর রাজ্য সড়কের ওপর একে একে বিজেপি কর্মীরা মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছিল। অভিযোগ, সেসময় উল্টো দিক থেকে মোটরসাইকেলে কয়েকজন দুষ্কৃতি এসে জমায়েত লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করেন। ঘটনায় গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের এদিনের কর্মসূচি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবেই বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল। এমনকী তাদের আরও অভিযোগ, এই ঘটনায় পুরোপুরি ভাবে পুলিশের মদত রয়েছে। সেকারণেই পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ঘটনায় বিজেপির অভিযোগ, এদিন পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরও তোয়াক্কা করেনি দুষ্কৃতিরা, বরং বোমাবাজি চালিয়ে যায়। এমনকি সেসময় পুলিশকর্মীরা তাদের না আটকে বরং পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে নিজেরাই এলাকা ছেড়ে চলে যায়। তবে এখানেই শেষ নয়। তবে এদিন বিজেপি অভিযোগ একেবারেই অস্বীকার করেছে তৃণমূল। বরং এবিষয়ে তৃণমূলের পাল্টা দাবি, বীরভূমে বিজেপি বলে কিছু নেই।