Homeএখন খবরছবি মুক্তি পেলে সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার হুমকি বিজেপি সংসদ সদস্যের

ছবি মুক্তি পেলে সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার হুমকি বিজেপি সংসদ সদস্যের

নিউজ ডেস্ক: বাহুবলী ও বাহুবলী ২- এর দুর্দান্ত সফলতার পর দক্ষিণের আরও এক জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরকে প্রধান চরিত্রে রেখে নতুন ছবি নির্মাণ করছেন পরিচালক এসএস রাজামৌলি। ছবিটির নাম ‘রাইজ রোর রিভল্ট’ সংক্ষেপে ‘আরআরআর’। আর ছবিটি যে সিনেমাহলে মুক্তি দেওয়া হবে সেটিকে পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হল প্রকাশ্যে। আর এমন হুমকি দিয়েছেন তেলাঙ্গানা রাজ্যের বিজেপি সংসদ সদস্য বান্দি সঞ্জয় কুমার।

ছবিটিতে আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমের অসম্মান করা হয়েছে দাবী করে এমন হুমকি দিয়েছেন এই বিজেপি সংসদ সদস্য।

মুক্তির আগেই ছবিটি নিয়ে প্রায় এক মাস ধরেই বিতর্ক চলছে। গত ২১ অক্টোবর ভীমের চরিত্রের টিজার প্রকাশ্যে আসে। এর পর থেকেই শুরু হয় বিতর্ক।

টিজারে আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমকে অর্থাৎ এনটিআরকে মুসলিম পোশাকে দেখা গেছে। তার পরনে আলখেল্লা ও মাথায় টুপি পরা দেখা গেছে। চোখে সুরমাও দেওয়া হয়েছে। টিজার প্রকাশের পর পরই এনটিআরের এমন মুসলিম অবয়ব নিয়ে প্রশ্ন ওঠে। প্রকাশ্য জনসভায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা সঞ্জয়।

তিনি ওই সভায় জানান, ইতিহাসকে বিকৃত করা হলে পরিচালকে ছেড়ে দেওয়া হবে না। নাটকীয়তার জন্য কোমারম ভীমের মতো যোদ্ধার মাথায় টুপি পরানো মেনে নেওয়া হবে না। সিনেমায় যদি আদিবাসী সমাজ ও কোমারাম ভীমের অসম্মান করা হয়ে থাকে রাজা মৌলিকে লাঠিপেটা করা হবে। যে প্রেক্ষাগৃহে ‘আরআরআর’ মুক্তি পাবে তা পুড়িয়ে দেওয়া হবে।

বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছেন ভীমের নাতি সোনে রাও। তিনি জানান, ‘পরিচালকের উচিৎ ছিল আগে আমাদের সঙ্গে যোগাযোগ করা। কোমারম ভীমের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া। দাক্ষিণাত্যের আদিবাসীদের কাছে ভীম ঈশ্বরতূল্য। ইতিহাসকে এভাবে বিকৃত করা যায় না।‘

প্রসঙ্গত‘আরআরআর’ছবিতে জুনিয়র এনটিআর ছাড়াও আলিয়া ভাট ও অজয় দেবগনকে দেখা যাবে।

RELATED ARTICLES

Most Popular