Homeএখন খবরটেনিসের নতুন তারকা বাংলার মেখলা মান্না, অনায়াসে জিতে নিল সিঙ্গেল ও...

টেনিসের নতুন তারকা বাংলার মেখলা মান্না, অনায়াসে জিতে নিল সিঙ্গেল ও ডাবলসে চ্যাম্পিয়ন ট্রফি

গৌরনাথ চক্রবর্ত্তী:ফার্ষ্ট সার্ভস স্পোর্টস অ্যাসোশিয়েনের উদ্যোগে অল ইন্ডিয়া ন্যাশানাল সিরিজ টেনিস টুর্নামেন্টে দ্বিমুকুট জিতল বাংলার মেখলা ও কর্নাটকের আয়ুষ। কলকাতার সল্টলেকের বেঙ্গল টেনিস অ্যাসোশিয়েনের সিন্থেটিক কোর্টে ২১ শে অক্টোবর থেকে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত অনুর্ধ ষোল জাতীয় স্তরের টেনিস প্রতিযোগিতা অল ইন্ডিয়া ন্যাশানাল সিরিজে মেয়েদের বিভাগে সিঙ্গেলস ও ডাবলস দুই বিভাগেই চ্যাম্পিয়ন হল বাংলার মেখলা মান্না ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেখলা সিঙ্গেলস ফাইনালে আজ অর্থাৎ রবিবার প্রতিযোগিতার দু নম্বর বাছাই তেলেঙ্গানার বেদারাজু প্রাপুরনাকে স্ট্রেট সেটে ৬-১ও ৬-৩ ফলে পরাজিত করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। গতকাল  মেখলা সেমি ফাইনালে প্রতিযোগিতার এক নম্বর বাছাই তামিলনাড়ুর লক্ষ্মীপ্রভা অরুণ কুমার কে পরাজিত করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়া মেখলা, বেদারাজুর সঙ্গে জুটি বেঁধে ডাবলসেও চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট লাভ করে । অন্যদিকে ছেলেদের বিভাগে সিঙ্গেলস ফাইনালে এক নম্বর বাছাই কর্নাটকের আয়ুষ পি ভাট কলকাতার অরুণাভ মজুমদারকে চিত্তাকর্ষক লড়াইয়ে ৭-৫, ১-৬ ও ৬-২ ফলে পরাজিত করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কর্নাটকের আয়ুষ এর পরে মহারাষ্ট্রের অনর্ঘ্যর সঙ্গে জুটি বেঁধে ডাবলসে বাংলার জুটি আর্য ভট্টাচার্য ও ওয়্যাত ও ব্রায়ানকে পরাস্ত করে। ফার্ষ্ট সার্ভ স্পোর্টস অ্যাসোশিয়েনের উদ্যোগে জাতীয় স্তরের এই ধরনের বড় টেনিস প্রতিযোগিতা বাংলার নবীন টেনিস খেলোয়াড়দের কাছে বাড়তি সুযোগ বলে জানান বাংলার বিখ্যাত টেনিস কোচ গ্যারি ও ব্রায়ান ।

RELATED ARTICLES

Most Popular