Homeআবহাওয়াহাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস জারি করল হাওয়া দপ্তর, আগামীকাল থেকেই কমবে তাপমাত্রার...

হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস জারি করল হাওয়া দপ্তর, আগামীকাল থেকেই কমবে তাপমাত্রার পারদ

নিউজ ডেস্ক: দুর্গাপূজার রেশ এখনো কাটেনি আর এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে শীত। আর খুব তাড়াতাড়ি জাঁকিয়ে পড়তে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া অফিস অন্তত এমনটাই পূর্বাভাস জারি করেছে। জানা যাচ্ছে, এমন শীত কয়েক দশকে নাকি পড়েনি।

অন্যান্যবার কালিপুজোর সময় বা তারপরে শীতের আমেজ উপভোগ করা যায় কিন্তু এবছর অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই রাজ্যে শীতের আমেজ অনুভূত হচ্ছে এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল অর্থাৎ ৪ নভেম্বর দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে পারদ পতন, এক ধাক্কায় কমতে পারে তাপমাত্রা। রাতে ও ভোরের দিকে কাঁপন ধরাতে পারে শীত।

হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ২০ ডিগ্রীরও নিচে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকেই ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামবে। আজ মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে মুড়েছিল শহর ও শহরতলীর।কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল ২৪.৭ ডিগ্রী

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমার এবং সেইসঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর।

RELATED ARTICLES

Most Popular