Homeএখন খবরলকডাউন পরিস্থিতিতে রাজ্যজুড়ে মদ দোকান খোলার বিরুদ্ধে তমলুক থানায় বিক্ষোভ

লকডাউন পরিস্থিতিতে রাজ্যজুড়ে মদ দোকান খোলার বিরুদ্ধে তমলুক থানায় বিক্ষোভ

অরুণ কুমার সাউ , তমলুক: লকডাউনে টালমাটাল রাজ্যের অর্থনীতি। রাজস্ব আদায়ের ঘাটতি মেটাতে মদের ওপর নির্ভর করেছে রাজ্য সরকার। রেড জনেও খুলে দেওয়া হয়েছে মদের দোকান। দোকান খোলার পরেই দোকানে দোকানে উপচে পড়েছে ভিড়। ১০ ঘন্টায় ১০০কোটি টাকার মদ বিক্রি করেছে রাজ্য। কিন্তু মদ কেনার ভিড়ে আবারও সংক্রমন ছড়াতে পারে এমনও আশঙ্কা করছেন অনেকেই।

কেন্দ্রের তালিকায় প্রথম থেকেই পূর্ব মেদিনীপুর জেলা রেড জোনের মধ্যে পড়েছে।জেলায় করোনা রোগী বাড়ছে। অথচ সম্প্রতি রাজ্য সরকার মদ দোকানগুলো খোলায় ব্যাপক ভিড়ের কারণে কোভিড১৯ সংক্রমণের আশঙ্কা থাকছেই। সরকারের মদ দোকান খোলার অনৈতিক সিন্ধান্তে মানুষ ক্ষুব্ধ। এর বিরুদ্ধে জনসাধারণ প্রতিবাদ জানিয়েছে। বহু জায়গায় স্বতস্ফুর্ত বিক্ষোভও হয়েছে।এই মদ দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ তমলুক থানায় এস ইউ সি আই(সি) দলের গনসংগঠন ডি এস ও, ডি ওয়াই ও, এম এস এস-এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ দেখাল।

বিক্ষোভে নেতৃত্ব দেন মহিলা নেত্রী শ্রাবন্তী মাজী,ছাত্র নেতা সুদর্শন মান্না সহ অন্যান্যরা।
শ্রাবন্তীদেবী বলেন, “এমনিতেই মানুষ কাজ হারিয়ে খাবার ও বিভিন্ন রোগের ঔষধ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। তার ওপর মদের দোকান খুললে গৃহবিবাদ, অশান্তি আরো বাড়বে। রাজ্য সরকারের কাছে বর্তমানে মদ বিক্রির ক্ষতিকারক নীতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের জেলা রেড জোনের মধ্যে পড়ছে। প্রতিদিন করোনা রোগী বাড়ছে।ফলে এই জেলার কোন স্থানে মদের দোকান যাতে খোলা না হয় তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের আমরা আজ সামাজিক দূরত্ব বজায় রেখে দাবী জানালাম তমলুক থানায় মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন ডি এস ও,যুব সংগঠন ডি ওয়াই ও পক্ষ থেকে।”

RELATED ARTICLES

Most Popular