Homeএখন খবরহেমতাবাদের বিধায়কের মৃত্যুতে কেন্দ্র-রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের, সিবিআই তদন্ত নিয়ে আশাবাদী বিজেপি...

হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে কেন্দ্র-রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের, সিবিআই তদন্ত নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব

ওয়েব ডেস্ক : গত মাসে বাড়ির সামনে থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের দেহ৷ প্রাথমিকভাবে এই ঘটনা আত্মহত্যা বলা হলেও আদতে সেই ঘটনা আত্মহত্যা নয় বরং খুন বলেই দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব। সে অনুযায়ী সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার প্রায় ২৫ দিনের মাথায় হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর তদন্তে কেন্দ্র ও রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের তরফে এই নোটিস পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। তবে সুপ্রিম কোর্টের এই নোটিশের জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্তভার পুলিশের হাতে তুলে দিতে চাইছে কেন্দ্র সরকার?

প্রসঙ্গত, গত ১৩ জুলাই সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে চায়ের দোকানে হাত বাঁধা অবস্থায় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করে বিজেপি ও মৃতের পরিবারের সদস্যরা। এরপরই স্বামীর মৃত্যুর রহস্য খুঁজতে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন জানান প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী চাঁদিমা রায়। কিন্তু মামলার শুনানিতে বিচারপতি শিবকান্ত প্রসাদ চাঁদিমা দেবীর সেই আবেদন খারিজ করে দেন। এরপরই কলকাতা হাইকোর্টের তরফে বিধায়কের মৃত্যুর তদন্তভার সিআইডি’র হাতেই দেওয়া হয়।

কলকাতা হাইকোর্টের রায়ে অখুশি হন বিধায়কের স্ত্রী। এরপর স্বামীর মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান বিধায়কের স্ত্রী। সেই আবেদনের কয়েকদিনের মধ্যেই কেন্দ্র-রাজ্যকে সুপ্রিম কোর্টের তরফে নোটিশ পাঠানোয় স্বাভাবিকভাবেই আশার আলো দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব ও মৃত বিধায়কের পরিবার।

RELATED ARTICLES

Most Popular