Homeএখন খবরঅঞ্জন দত্তের বেলা বোসের দু' দশক পরে সুদীপ্তর আমিও বাঙালি, বেকার বাঙালি...

অঞ্জন দত্তের বেলা বোসের দু’ দশক পরে সুদীপ্তর আমিও বাঙালি, বেকার বাঙালি যুবকের হাহাকার

প্রায় ২দশক আগে পাবলিক টেলিফোন থেকে টু ফোর ফোর ওয়ান ওয়ান নাইন ডায়াল করে অঞ্জন দত্ত যখন বেলাকে চাকরি পাওয়ার কথা জানিয়ে বাবা-মার আনা সমন্ধটা ভেঙে দিতে বলেছিলেন তখন আম বাঙালি সেই গানের মধ্যে দিয়ে নিজের চাকরি পাওয়ার আশা দেখছিলেন। আর ওই আশাই গড়ে দিয়েছিল অঞ্জনের টি.আর.পি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনা চক্রে বাঙালির চাকরি জোটেনি আর তাই চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু এক্সপ্রেসে খড়ের গাদার মতই বাঙালি আজ গাদাগাদি হয়ে ছোটে হপ্তা পেমেন্টের ঘুপচি ঘরে। আর সেই চাকরি না পাওয়া বাঙালির বেলা বোসের নাম হয়ে যায় মিতালি । চাকরি না পাওয়া বাঙালির সেই মিতালির বিয়ে হয়ে যাচ্ছে অন্য এক কাকু মার্কা চাকুরের সাথে..আর সেই সিকোয়েন্স ধরেই ইয়োটিউবার সুদীপ্ত মিত্র ঝাঁপিয়ে পড়েছেন তাঁর প্রথম অ্যালবাম ‘আমিও বাঙালি’ নিয়ে।

সাহিত্যিক বিনোদ মণ্ডলের ভাষায়, ‘ যে সমাজ চাকরি দিতে পারে না, তারা মোড়লি করে ষোলোকলা। ফলে আমাদের
সন্তানেরা হতাশায় ডুবে যায়। যে জীবন সাথী অক্সিজেন হয়ে পাশে দাঁড়াতে পারত,সে সুখি গৃহকোণের আপাত চন্দ্রাতপ খুঁজে পায় বাবার বেছে দেওয়া হৃদয়হীনের হ্রদে।  এগান তাই নিছক গান নয়, সময়ের সামগান। বেকারের বিবেকযণ্ত্রণাও। রবিবাবু বলেছেন,সঙ্গত ছাড়া সংগীত হয় না। বস্তুত যন্ত্রশিল্পীদের পরিশ্রমসাধ্য অংশগ্রহণে গানটি সমৃদ্ধ হয়েছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ গান মহানগরের পরিমণ্ডলে টেলিফোনের ডায়াল না ঘুরিয়ে বাংলার পাতি গ্রামের মাঠে ঘাটে লোকায়ত সুর খুঁজেছে। রকি আর তার বন্ধুরা হৃদয়ভঙ্গের বেদনাকে শরীরের আলোড়ন আর সুরের ঝংকারে বেঁধেছে। এসম্পর্কে  এই প্রজন্মের শিল্পী মৈনাক পালোধি বলেছেন, ” এখন তো কমেডি গান হারিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সুদীপ্তর অসাধারণ লেখনী কমেডির মাধ্যমে বাস্তবটাকে তুলে ধরেছে।রকি এই প্রজন্মের শিল্পী হয়েও যে নাটকীয়তা এনেছেন ওনার গায়কীতে,তাতে আমি সত্যিই মুগ্ধ।যারা অভিনয় করেছেন এককথায় তা অনবদ্য। সাবলীল অভিনয় গানটির অন্তর্নিহিত অর্থকে আরো পরিস্ফুট করতে অনেকটা সাহায্য করেছে। শুধু একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে ভিডিওটি এডিটিং করার সময় যদি একটি “অপাঙক্তেয় শব্দ” বাদ দেওয়া যেতো তাহলে সামগ্রীকভাবে কোনোই কথা উঠত না।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গানের নিজস্ব অ্যালবাম নিয়ে সুদীপ্তর এটা প্রথম উপস্থিতি হলেও ‘সুদীপ্ত ইনফর্মার’ ইয়োটিউবে নতুন নয়। দুই বাংলার প্রায় অর্ধ কোটি বাঙালি তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার। আর বলা বাহুল্য বাজারে তাঁর এই গান আসা মাত্র হামলে পড়েছে বাঙালি। যাঁরা এখনও এই গানটি শোনেনি তাঁদের নিচে লিঙ্কটি দেওয়া থাকল অথবা ইয়োটিউবে গিয়ে সুদীপ্ত ইনফর্মার’ চ্যানেল সার্চ করতে পারেন।
https://youtu.be/t9qn5AGl9mQ

RELATED ARTICLES

Most Popular