Homeএখন খবরনির্বাচনের আগে রাজ্য বিজেপির অন্দরে বড়সড় রদবদল, সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে...

নির্বাচনের আগে রাজ্য বিজেপির অন্দরে বড়সড় রদবদল, সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুব্রত চট্টোপাধ্যায়কে

ওয়েব ডেস্ক : কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে রাজ্য বিজেপির অন্দরে বড়সড় রদবদল। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুব্রত চট্টোপাধ্যায়কে। আর তাঁর বদলে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হল এতদিন বিজেপির সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সামলানো অমিতাভ চক্রবর্তীকে। তবে আচমকা কেন

জানা গিয়েছে, বেশ কয়েকবছর যাবৎ রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সামলেছেন সুব্রত চট্টোপাধ্যায়। কিন্তু যেহেতু সামনেই নির্বাচন, সেকারণে দলের অন্যান্যদের মধ্যে যাতে নির্বাচনের আগে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়, সেকারণে বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে সুব্রতবাবুকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে জানা গিয়েছে, দিলীপ ঘোষের মতো সুব্রত চট্টোপাধ্যায়কেও বিধানসভা নির্বাচন পর্যন্ত নিজের পদে রাখতেই ছিলেন জেপি নড্ডা। কিন্তু দিন কয়েক আগে যেভাবে দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খাঁর বিবাদ সৃষ্টি হয়েছিল, সেকারণে বিজেপি নেতৃত্বের তরফে রাতারাতি সুব্রত চট্টোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বিজেপির তরফে জানা গিয়েছে, নির্বাচনের আগে তৃণমূল থেকে বহু কর্মী বিজেপিতে যোগ দিলেও তাদের যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল তা দিচ্ছেন না সুব্রত চট্টোপাধ্যায়। এর ফলে তৃণমূল থেকে আসা বহু কর্মী বিজেপিতে যোগদান করেও দলের মধ্যে গুরুত্ব না পেয়ে ফের ফিরে গিয়েছেন তৃণমূলে। এর প্রভাব অনেকটাই নির্বাচনে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ফলে সেকারণেই নির্বাচনের আগে দল ভারী করতে এই সিদ্ধান্ত নিলেন রাজ্য বিজেপি।

RELATED ARTICLES

Most Popular