Homeএখন খবরআপনি ঘরে থাকুন আমরা আপনার ঘরে যাব, নারায়নগড়ে রেশন নিয়ে ঘরে ঘরে...

আপনি ঘরে থাকুন আমরা আপনার ঘরে যাব, নারায়নগড়ে রেশন নিয়ে ঘরে ঘরে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: মাস মাইনে নিশ্চিত করে কিংবা বাড়িতে জমানো টাকা থাকলে হয়ত লকডাউন উপোভোগ করা যায়। সারাবছর পরিবারকে সময় দিতে না পারা মানুষ দিব্যি ঘরে বসে খোশ মেজাজে গল্পগুজব করতে পারেন কিন্তু দিন আনা দিন খাওয়া মানু্ষের নাভিশ্বাস উঠেছে দু’দিনের। ফাঁকা হয়ে গেছে সঞ্চিত হাঁড়ির চাল। অভুক্ত, নিরন্ন সন্তানের জন্য কি করবেন খুঁজেই পাচ্ছিলেন না। সেই সংকট মোচাতেই এগিয়ে এল পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের বরাদ্দ রেশন নিয়ে মানু্ষের বাড়িতে বাড়িতে বিলি করল পশ্চিম মেদিনীপুর পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সহায়তায় নারায়ণগড় থানা এলাকার পারুলিয়াতে ওই দিনমজুর লোধা সম্প্রদায়ের ৩০টি পরিবারে ২০০ জন লোকে প্রায় সাত দিনের জন্য চাল ১০ কেজি ,ডাল ২ কেজি,তেল ১লিটার,আলু ৩ কেজি,পেঁয়াজ ১কেজি ,একটি ডেটল সাবান তুলে দেওয়া হয় ।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব সেনাপতি ,থানা এরিয়ার সার্কেল ইনস্পেক্টর মৃত্যুঞ্জয় ব্যানার্জি ,খড়গপুর এসডিপিও সুকোমল কান্তি দাস সহ অন্যান্যরা ।

পুলিশের উদ্যোগে হাঁফ ছেড়ে বেঁচেছেন দরিদ্র পরিবারগুলি। ক্ষুদিরাম প্রামানিক নামে এক যুবক জানালেন, লকডাউনের ফলে আমাদের জীবন জীবিকা স্তব্ধ হয়ে গেছিল । এখন কেউ আমাদের কাজেই নিচ্ছেনা ফলে কিছু কেনাকাটা করতে পারছিলামনা। পুলিশের লোকেরা এসে আমাদের বাঁচিয়ে দিয়ে গেল। ওনারা বলেছেন, সাতদিনের মাথায় আবার রেশন দিয়ে যাবেন। ” খড়গপুর মহকুমা পুলিশ শাসক সুকোমল কান্তি দাস এদিন ওই মানুষদের অনুরোধ করে বলেন, ” আপনাদের নুন্যতম চাহিদা মেটাবে সরকার। এই লড়াইটা উপলব্ধি করুন আর শুধুই ঘরে থাকুন। আপনি ঘরে থাকুন আমরা আপনার বাড়িতে আসব।”

RELATED ARTICLES

Most Popular