নিজস্ব সংবাদদাতা: মন্তেশ্বরের রাইগ্রামে “আমরা সবাই” ক্লাবের পরিচালনায় আটদলীয় জয়হিন্দ জয়বাংলা কাপের প্রথম সেমিফাইনালে বলিয়ারপুরের সাগর এন্টারপ্রাইজ একাদশ দাঁইহাট ফুটবল এ্যাকাডেমিকে সাডেন ডেথে পরাস্ত করে ফাইনালে প্রবেশ করল। উভয় দলেই বেশ কয়েকজন নাইজেরিয়ান ফুটবলারের উপস্থিতি বুধবারের এই বৈকালিক ম্যাচে আলাদা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে দর্শকদের মধ্যে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিদেশী খেলোয়াড়দের পেশাদারিত্বের ছোঁয়া উঠতি ছেলেদের শিক্ষণীয় হতে পারে বলে মনে করেন ফুটবলপ্রেমীরা। তবে তেমনি অদক্ষতার পরিচয় দিয়েছেন সংগঠকরা। কখনো বিক্ষিপ্তভাবে যে কেউ মাঠে প্রবেশ করল তো কখনো রেফারীর সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে দলে দলে দর্শক খেলা চলাকালীনই ঢুকে খেলার ব্যাঘাত সৃষ্টি করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠক বা স্বেচ্ছাসেবীদের আরো সচেতন হওয়া উচিত। যাইহোক নির্দিষ্ট সময়ে খেলা গোলশূন্য থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। অবশেষে সাডেন ডেথে সাগর এন্টারপ্রাইজ জয়ী হয়। মনমাতানো ফুটবল উপহার দিয়ে ম্যাচের সেরা সাগর এন্টারপ্রাইজের নাইজেরিয়ান স্ট্রাইকার ফ্রেইড। টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আগামী ইং ১৪-১২-১৯ তারিখে বাঘনাপাড়া সুহানা একাদশ বনাম বিটরা সুকদেব একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।