ওয়েব ডেস্ক : প্রবাদপ্রতিম অভিনেতার শারীরিক অবস্থার সেভাবে উন্নতি না হলেও গত ২৪ ঘণ্টায় সৌমিত্রবাবুর শারীরিক অবস্থায় সেভাবে কোনো অবনতিও হয়নি। সব মিলিয়ে আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবারবেসরকারি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।
এদিন হাসপাতালের তরফে জানা গিয়েছে, আপাতত বর্ষীয়ান অভিনেতার শরীরের বেশিরভাগ প্যারামিটার ভালোর দিকে রয়েছে। এমনকি সৌমিত্রবাবুর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও স্বাভাবিক রয়েছে। সংক্রমণের মাত্রাও অনেকটাই নিয়ন্ত্রণে। যেহেতু সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল রয়েছে সেকারণে তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করা হয়েছে। তবে তাঁর কিডনির সমস্যা এখনও রয়েই গিয়েছে। সেকারণে অভিনেতার পঞ্চমবার ডায়ালিসিসের কথা চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা।
অন্যদিকে, ইতিমধ্যেই চিকিৎসকদের তরফে অভিনেতার ট্রাকিওস্টোমি করার কথা ভাবা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তাঁর ট্রাকিওস্টোমি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি ওই একইদিনে প্লাজমা থেরাপি করার কথাও ভাবছে সৌমিত্রই মেডিকেল টিম।