Homeএখন খবরদাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘে দুঃস্থ বাচ্চাদের শীতের পোশাক বিতরণ

দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘে দুঃস্থ বাচ্চাদের শীতের পোশাক বিতরণ

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডক্টর শেখর সরকার মহাশয় তাঁর মায়ের মৃত্যুদিনে দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ শিশুদের শীতের সোয়েটার জ্যাকেট ও পায়ের জুতো কিনে এনে তাদের হাতে শনিবার তুলে দেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ দুপুরে প্রত্যেক শিশু কে দোকানে তার পছন্দসই জিনিসটি বেছে নিতে বলা হয়।তারপর তারা আশ্রমে এসে প্রসাদ গ্রহণ করে। শিশু দের অভিভাবকরা ও ওদের সাথেই ছিলেন।কচি কচি মুখে হাসি ফুটিয়ে তুলতে ডক্টর সরকারের এই উদ্যোগ দ্বিতীয় বর্ষে পড়ল।আশ্রমের পক্ষ থেকে সকলকে দীপাবলি র শুভেচ্ছা জানানো হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকলের গৃহ আর মন উজ্জ্বল হয়ে উঠুক দীপালোকে– এই প্রার্থনাও করা হয়।আশ্রমের সম্পাদক অজয় কুমার সাহা জানান,ডক্টর শেখর সরকার ব্যক্তিগত উদ্যোগে আজকে ৩৬ জন দুঃস্থ বাচ্চাদের হাতে তাদের পচ্ছন্দমতো  শীতের পোশাক সোয়েটার ও জ্যাকেট ও নিজেদের পচ্ছন্দ সহ চপ্পল তুলে দেন।পাশাপাশি বাচ্চারা ও তাদের অভিভাবক -অভিভাবিকারা আশ্রমের প্রসাদও গ্রহণ করেন।

RELATED ARTICLES

Most Popular